জেলা 

বর্ধমান ও নদিয়া জেলার মধ্যে দ্রূত যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ভাগীরথীর ওপর সেতু তৈরির পরিকল্পনা নবান্নের

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : একের পর এক সেতু বিপর্যয়ের মাঝেই রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পূর্ব বর্ধমানের কালনা ও নদিয়ার শান্তিপুরের মধ্যে ভাগীরথী নদীর উপরে একটি নতুন সেতু তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। পূর্ত দপ্তর ইতিমধ্যেই এই জন্যে একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করেছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে।

অর্থ দপ্তরের অনুমোদন পেলেই দরপত্র ডাকার কাজ শুরু হবে। সেতুটি নির্মানের জন্যে এক হাজার ৯৮ কোটি টাকা খরচ ধরা হয়েছে। দু’দিকে মোট দুই কিলোমিটার দীর্ঘ সংযোগকারী রাস্তা সহ সেতুটির মোট দৈর্ঘ্য আটশো মিটার। এছাড়াও এই প্রকল্পের মধ্যে কালনায় ছ’শো মিটার দীর্ঘ একটি রেলওয়ে ওভার ব্রীজ তৈরি করা হবে। উল্লেখ্য বর্তমানে দুই জেলার মধ্যে সংযোগকারী গৌরাঙ্গ সেতু ব্যবহার করতে গ্রামবাসীদের ৪৫ কিলোমিটার রাস্তা ঘুরপথে যেতে হয়।

Advertisement

 

ছবি : ফাইল চিত্র


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three − 3 =