দেশ 

“অন্নদাতা মূল্য সংরক্ষণ যোজনা ” কৃষকদের স্বার্থে নয়া প্রকল্প মোদী সরকারের, বিরোধীরা বলছে, কৃষক মেরে কৃষক প্রেম

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি :  মূল্যবৃদ্ধিতে যখন দেশের মানুষ দিশেহারা ঠিক তখনই কৃষকদের জন্য কল্যাণমূলক প্রকল্প “অন্নদাতা মূল্য সংরক্ষণ যোজনা “ নামে এক নতুন যোজনা চালু করল কেন্দ্র সরকার । কেন্দ্রের কৃষিমন্ত্রীর দাবি এর ফলে কৃষকদের স্বার্থ
 সংরক্ষিত হবে । অন্যদিকে বিরোধীরা অভিযোগ করছে,  এটা আসলে মোদী সরকারের আর একটি গেম ছাড়া কিছুই নয় । তারা বলছে আসলে মোদী সরকার কৃষক মেরে কৃষক প্রেম করছে । সমগ্র দেশের মানুষ যখন আর্থিক সমস্যায় জর্জরিত ঠিক তখনই এই ধরনের প্রকল্প এনে মানুষকে ভাঁওতা দেওয়া হচ্ছে বলে বিরোধীদের অভিযোগ ।
কেন্দ্রীয় মন্ত্রীসভা, প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান বা পি এম আশা নামে নতুন একটি কল্যাণমূলক প্রকল্প অনুমোদন করেছে।  এর লক্ষ্য, কৃষকদের উৎপাদিত পণ্যের জন্য উপযুক্ত উৎসাহবর্ধক মূল্য দেওয়া বিষয়টি সুনিশ্চিত করা।
কৃষিমন্ত্রী রাধামোহন সিং মন্ত্রীসভার বৈঠকের পর  সাংবাদিকদের বলেন, কৃষকদের কল্যাণে সরকারের গৃহীত উদ্যোগের অঙ্গ হিসেবে এবছরের কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পটি ঘোষণা করা হয়।
মন্ত্রীসভা, খাদ্যশষ্য সংগ্রহের কাজে বেসরকারী সংস্থাগুলির অংশগ্রহণের বিষয়ে সঠিক নজরদারির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছে, যাতে ভবিষ্যতে এধরণের কাজে বেসরকারী ক্ষেত্রকে আরো বেশী করে সামিল করা যায়।
“অন্নদাতা মূল্য সংরক্ষণ যোজনা ” নামে নতুন এই নীতিটিও আজ কেন্দ্রীয় মন্ত্রীসভা অনুমোদন করেছে।

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × 5 =