কলকাতা 

পুজোর আগেই মাঝের হাট সেতুর বিকল্প নতুন রাস্তা তৈরি করতে উদ্যোগী রাজ্য সরকার , রেল ও সেনা কর্তৃপক্ষের সঙ্গে কথা

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাজ্য সরকার পুজোর আগেই মাঝের হাট সেতুর বিকল্প নতুন রাস্তা তৈরি করতে চায়। এই উদ্দেশ্যে আজ রাজ্যের পূর্ত দপ্তর ,কলকাতা পুলিশ, পুরসভা, রেলের সঙ্গে ওই এলাকায় যৌথ পরিদর্শন চালায়। মাঝের হাট সেতুর সমান্তরালে রেল লাইনের ওপর দিয়ে  একটি বিকল্প রাস্তা তৈরির ব্যাপারে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। পূর্ব রেল ওখানে একটি লেভেল ক্রসিং তৈরির কাজ শুরু করেছে ।
এছাড়াও মাঝেরহাট সেতুর নিচে থাকা খালের ওপর দিয়ে একটি পথ তৈরি করার জন্য পূর্ত দপ্তর সেনাবাহিনীর সঙ্গে কথা বলছে বলে নবান্ন সূত্রে খবর। সেখানে খালের ওপর কালভার্ট তৈরি করে অথবা বেলি ব্রিজ তৈরি করে বিকল্প পথ তৈরির কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যেই ওই খালের দুপাশে এবং রেল লাইনের দুদিকে পূর্ত দপ্তরের হাতে থাকা অংশে রাস্তা তৈরির কাজ শুরু হয়ে গেছে।
উৎসবের মরসুমের আগেই বেহালা এবং দক্ষিণ 24 পরগনা বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের দুর্ভোগের হাত থেকে রক্ষা করতে সব রকম পদক্ষেপ নেওয়া হবে বলে রাজ্যের পূর্ত দফতরের তরফে জানানো হয়েছে।

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × five =