কলকাতা 

কলকাতা ও শহর-সংলগ্ন ১৫ টি সেতুর দ্রূত স্বাস্থ্য পরীক্ষা সিদ্ধান্ত রাজ্যের, নজরদারী চালাতে পাঁচ সদস্যের কমিটি গঠন

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : মাঝেরহাট সেতু দুর্ঘটনার প্রেক্ষিতে কে এম ডি এ যুদ্ধকালীন তৎপরতায় শহরের সেতুগুলি র স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। কে এম ডি এ র অধীন সমস্ত সেতু স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কে এম ডি এর প্রবীন ইঞ্জিনিয়ার ছাড়াও ওই কমিটিতে আইআইটি খড়গপুর সহ বিভিন্ন পেশাদার সংস্থার বিশেষজ্ঞরা থাকছেন বলে পূর্ত দফতরের তরফে জানানো হয়েছে। ওই কমিটির জরুরি ভিত্তিতে শহরের 15 টি সেতু স্বাস্থ্য পরীক্ষা করবে বলে জানানো হয়েছে।

Advertisement

এই সেতু গুলি হল ঢাকুরিয়া ব্রিজ, বিজন সেতু, অরবিন্দ সেতু, কালীঘাট ব্রিজ, চেতলা ব্রিজ, দূর্গাপুর ব্রিজ, আম্বেদকার ব্রিজ ,উল্টোডাঙ্গা ফ্লাইওভার, সুকান্ত সেতু, বঙ্কিম সেতু, চিংড়িঘাটা উড়ালপুল, শিয়ালদা উড়ালপুল, পার্ক সার্কাস চার নম্বর ব্রিজ, জীবনানন্দ সেতু, বিধান নগরের করুনাময়ী তে টালি নালার অপরের আর্চ ব্রিজ।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nine − 1 =