কলকাতা 

উপযুক্ত পারিশ্রমিক ও ইন্সেন্টিভের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে নামছে আশা কর্মীরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম : উপযুক্ত পারিশ্রমিক এ দাবিতে এবার আন্দোলনে নামছে রাজ্যের ৬০ হাজার আশা কর্মী। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন জানিয়েছেন, গ্রামীণ স্বাস্থ্য কর্মী হিসাবে আসা কর্মীরা সব ধরনের কাজ করলেও তার উপযুক্ত পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছে। দীর্ঘদিন ধরে দাবীদাওয়া সরকারের কাছে পেশ করা হলেও সরকার আশা কর্মীদের দাবি-দাওয়া কে কোন রকম ভাবে আমল দিচ্ছে না বলে ইসমাতারা খাতুনের অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে বৃহত্তম আন্দোলনে নামতে চলেছে রাজ্যের আশা কর্মীরা।

তিনি বলেন,কেন্দ্রীয় প্রকল্প- ন্যাশনাল রুরাল হেলথ মিশনের অধীন ‘আশা’ প্রকল্পে প্রায় ৬০ হাজার আশাকর্মী কাজ করে। গ্ৰামীণ এই স্বাস্থ্যকর্মীদের মূল কাজ মা, শিশুর পরিষেবা ও গ্রামীণ জনসাধারণের বিভিন্ন রোগের পরিষেবা দেওয়া হলেও বর্তমানে তাদের কাজের চাপ কয়েক গুন বেড়ে গেছে।

Advertisement

করোনার শুরু থেকে এখনো পর্যন্ত সমস্ত ধরনের পরিষেবা অক্লান্তভাবে দিয়ে চলেছে। তাতে কোন ধরনের কোন পারিশ্রমিক ও ছুটিও নেই। উপরন্তু সারা রাজ্যে আশাকর্মীরা কাজের বিনিময়ে যে ইন্সেন্টিভ টুকু পান সেটুকুও নিয়মিত দেওয়া হচ্ছে না।গত ৬ – ৯ মাস পর্যন্ত মাসিক ইনসেনটিভ বকেয়া পড়ে রয়েছে। এই অবস্থায় ব্যাপক আন্দোলন ছাড়া আর কোন উপায় নাই।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ