পুজোর মরশুমে পর্যটক টানতে প্রচারে নামছে রাজ্য সরকারের পর্যটন দপ্তর
নিজস্ব প্রতিনিধি : পুজোর মরশুমে পর্যটকদের নতুন নতুন পর্যটন কেন্দ্র সম্পর্কে উৎসাহিত করতে রাজ্য সরকার শহরের বিভিন্ন জায়গায় এলইডি বোর্ড বসিয়ে প্রচার চালাবে। প্রথম পর্যায়ে উত্তর ও দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গায় বসানোর কাজ শুরু হয়েছে বলে পর্যটন দপ্তর সূত্রের খবর। ভূপেন বোস এভিনিউ ,যাদবপুর ,এ জে সি বোস রোড ও নিউটাউনে প্রথম পর্যায়ে এই বোর্ড গুলি বসানো হবে বলে জানা গেছে।
দীঘা দার্জিলিং মন্দারমনির মত রাজ্যের চিরাচরিত পর্যটন গন্তব্যের পাশাপাশি নতুন নতুন অখ্যাত পর্যটন কেন্দ্রগুলোতে মানুষকে আকর্ষণ করতে এর আগেই ট্যুরিজিম অন হুইলস নামে একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। ওই প্রকল্পে রাজ্যের সব পর্যটন কেন্দ্রের বিস্তারিত তথ্য নিয়ে এবার পর্যটন দফতর প্রতি পাড়ায় এবং মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে। তথ্য দেওয়ার পাশাপাশি মিলবে স্পট বুকিং এর সুবিধা ও।
পর্যটন দফতর সূত্রে জানা গেছে, পুজোর আগেই এই উদ্যোগ নিয়ে পথে নামা হচ্ছে। ভ্রাম্যমান গাড়ি নিয়ে পর্যটন দফতরের কর্মীরা এলাকায় এলাকায় যাবেন এবং বিভিন্ন পর্যটন কেন্দ্র সম্পর্কে মানুষকে তথ্য দেবেন। নতুন নতুন পর্যটন কেন্দ্র সম্পর্কে তাদের জানানো হবে। সেখানে যাওয়া থাকা খাওয়ার সুলুক সন্ধান ও দেওয়া হবে। গাড়িতে থাকা এলইডি পর্দায় পর্যটন দপ্তরের তৈরি ছোট ছোট তথ্যচিত্রে পর্যটন কেন্দ্রগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। পর্যটন দপ্তর এই প্রকল্পের নাম দিয়েছে ‘টুরিসম অন হুইলস।’
প্রাথমিকভাবে এই ধরনের ভ্রাম্যমান প্রচার গাড়ি পথে নামানো হচ্ছে বলে দপ্তর সূত্রে জানা গেছে। পুজোর আগেই সেগুলো পথে নামবে। সেখান থেকে অনলাইনে হোটেল প্যাকেজ ট্যুর বুকিংয়ের ব্যবস্থা থাকবে। জায়গায় দাঁড়িয়ে ইচ্ছুক পর্যটকেরা বুকিং করে তৎক্ষণাৎ নথিপত্র হাতে পেয়ে যাবেন। ভ্রাম্যমান এই প্রচার গাড়ি ছাড়াও উৎসবের মরসুমের আগেই পর্যটন দপ্তর সারা রাজ্যে একাধিক কিয়স্ক তৈরি করার উদ্যোগ নিয়েছে।