দেশ 

Firing in Nagaland: গ্রামবাসীদের ‘সন্ত্রাসী’ ভেবে গুলি প্রান গেল এক সেনা জওয়ান সহ ১৩ জনের , ঘটনায় দুঃখপ্রকাশ অসম রাইফেলসের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : স্বাধীন ভারতে প্রথম দুই রাজ্যের নিরাপত্তা রক্ষীর মধ্যে সংঘর্ষ হয়েছিল কয়েক মাস আগে । সেই ঘটনার রেশ কাটতে না  কাটতেই আবার শনিবার অঘটন ঘটেই গেল । অসম রাইফেলস-এর গুলিতে প্রান হারালেন এক সেনা জওয়ান সহ বেশ কয়েক জন গ্রামবাসী । এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে অসম রাইফেলস। এক বিবৃতিতে অসম রাইফেলসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে খবর পেয়েই সন্ত্রাসবাদীদের ধরতে ওটিং গ্রামে অভিযান চালায় সেনা জওয়ানরা।’ এই গুলিচালনার ঘটনায় নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীও নেইফিউ রিও তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করা হয়েছে

বিবৃতিতে ঘটনার জন্য বাহিনী ‘গভীর অনুতপ্ত’ বলে জানানো হয়েছে। শনিবার সন্ধ্যায় বাহিনীর গুলিতে অন্তত ১২ জন গ্রামবাসী মারা যান। এ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে। তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Advertisement

শনিবার অসম রাইফেলেস-এর গুলিতে বেশ কয়েক জন গ্রামবাসী মারা যান। একটি ট্রাক থেকে তাদের দেহ উদ্ধার হয়। বাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় এক জওয়ানের মৃত্যুও হয়েছে। একাধিক সেনা জওয়ান আহতও হয়েছেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, একটি পিক-আপ ভ্যানে করে ওটিং গ্রামে ফিরছিলেন গ্রামবাসীরা। ‘সন্ত্রাসবাদী’ ভেবে তাদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। দীর্ঘ ক্ষণ না ফেরার তাদের খুঁজতে বার হন গ্রামের অন্যান্যরা। একটি ট্রাকের মধ্যে থেকে তাদের দেহ উদ্ধার হয়।

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ