রাজ্যের সব সেতুগুলির ওপর প্রতিনিয়ত নজরদারি চালানোর নির্দেশ পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসের
নিজস্ব প্রতিনিধি : মাঝেরহাট সেতু দুর্ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর গড়ে দেওয়া উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি আজ বৈঠকে বসছে। মুখ্যসচিব মলয় দের নেতৃত্বাধীন ওই কমিটিতে পূর্ত, সেচ, নগরোন্নয়ন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিবের পাশাপাশি রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা, রাজ্য পুলিশের মহা নির্দেশক এবং কলকাতার পুলিশ কমিশনার রয়েছেন। রয়েছেন পূর্ত দপ্তরের প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ারও।
গত সপ্তাহে ওই কমিটি গঠনের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তদন্ত কমিটি এক সপ্তাহের মধ্যেই তাদের রিপোর্ট জমা করবে। সেই পরিপ্রেক্ষিতে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রশাসনিক মহল মনে করছে। এছাড়া নবান্নে আজ পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাসের পৌরহিত্যে পূর্ত দপ্তরের সমস্ত জেলার সুপারিন্টেন্ডেন্ট এবং একজিকিউটিভ ইঞ্জিনিয়ারা বৈঠকে বসেছেন।
মাঝেরহাট সেতু দূর্ঘটনার প্রেক্ষিতে তাদের অধীনে থাকা সব সেতুর রক্ষণাবেক্ষণ আরো জোরদার করতে পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস দপ্তরের সব ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিয়েছেন । নবান্নের সভাঘরে মঙ্গলবার পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস দপ্তরের সব জেলার সুপারিনটেন্ডন্ট ও এক্সকিউটিভ ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন । সেখানে তিনি নির্দেশ দেন সেতুগুলির ওপর প্রতিনিয়ত নজরদারি চালাতে হবে।