কলকাতা 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহরের এক নামী স্কুলের ছাত্রের মৃত্যু, দুঃখজনক বিষয় বলে তদন্তের আশ্বাস মেয়র পারিষদের

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহরে আরো একজনের  মৃত্যু হয়েছে। উত্তর কলকাতার মানিকতলায় প্যারি মোহন সুর লেনের বাসিন্দা সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র বছর এগারো এর আরুষ দত্ত আজ ভোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে খবর,আজ ভোর রাতেই জ্বর নিয়ে আরুষ হাসপাতালে ভর্তি হয়। ভোর ৫ টা ৫৫ মিনিটে তার মুত্যু হয়। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু হেমারেজিক ফিভার এর উল্লেখ রয়েছে।

আরুষ দত্ত এর মৃত্যুকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক বলে মন্তব্য করে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ জানিয়েছেন, ডেঙ্গু সংক্রমণের ফলেই ওই বছর এগারোর স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তার চিকিৎসার যাবতীয় নথি রাজ্য স্বাস্থ্য দপ্তরে পাঠানো হচ্ছে। ডেঙ্গু নিয়ে শহরবাসীকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আবেদন করেন, জ্বর হলেই বা রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গু সংক্রমণের উল্লেখ থাকলেই রুগীর পরিবার যেন তা অবিলম্বে পুরসভাকে জানান।

Advertisement

তাহলে  পুরচিকিৎসকরাও রুগীর চিকিৎসার উপর নজর রাখতে পারবেন। অতীন বাবু জানান, চলতি বছরে শহরে এখনো পর্যন্ত ৭০০ এর কিছু বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে গতবছরের তুলনায়  ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এক তৃতীয়াংশ কমেছে বলে তিনি দাবি করেন।বেসরকারী মতে শহরে ডেঙ্গুতে এখনো পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।


শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two − 1 =