পেট্রোল-ডিজেলের দাম এক টাকা কমাল রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে সেস প্রত্যাহারের আহ্বান মমতার
নিজস্ব প্রতিনিধি : রাজ্য সরকার পেট্রোল ও ডিজেল এর দাম ১ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন।আজ মধ্যরাত থেকেই এই ছাড় কার্যকর হবে। মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার পেট্রোল এর ক্ষেত্রে ২৫% ও ডিজেলের ক্ষেত্রে ১৭% বিক্রয় কর আদায় করে ।এছাড়া দুটি ক্ষেত্রেই এক টাকা করে সেস্ আদায় করা হয়। এখন থেকে ঐ সেস আর নেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন।
কেন্দ্র একাধিক বার পেট্রাপন্যের শুল্ক ও সেস বাড়ালেও রাজ্য সরকার তা বাড়ায়নি তার দাবি ।পাশাপাশি মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের কাছেও পেট্রোপণ্যের সেস প্রত্যাহারের দাবি জানান। তিনি অভিযোগ করেন, কেন্দ্র যে সেস নেয় তার কোনও অংশ রাজ্য পায় না। বাংলা হল সবচেয়ে বেশি ঋণগ্রস্থ রাজ্য। বছরে ৪৮ হাজার কোটি টাকা ঋণ শোধ করতে বেরিয়ে যায়। তাও সাধারণ মানুষের ওপর থেকে বোঝা কমানোর জন্য রাজ্য সরকার পেট্রোল ডিজেলের ওপর এক টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানিয়েছেন।
তিনি এদিন কেন্দ্র সরকারের উদ্দেশে বলেন সাহস থাকলে কেন্দ্র পেট্রোপণ্যের মূল্য কমাক । কিন্ত মোদী সরকার তা পারবে না বলে তিনি মন্তব্য করেন।