কলকাতা 

Weather Update : বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে শনি ও রবিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্য করে এই সপ্তাহের শেষে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে এই বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে তৈরি হয়েছিল একটি নিম্নচাপ বলয়। গত ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে তা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতের মধ্যেই সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। শুক্রবার আরও শক্তি বাড়িয়ে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে।

Advertisement

ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর ৪ ডিসেম্বর, শনিবার সকালে তা আছড়ে পড়তে পারে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে। এর জেরেই শনিবার এবং রবিবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে। তাছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই পরগনা এবং হাওড়াতেও হতে পারে ভারী বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে হাওয়া। শনিবার শুরু হওয়া বৃষ্টি বাড়তে পারে রবিবার। রবিবার দুই মেদিনীপুর, দুই পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মালদহ-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে ৫ ডিসেম্বর। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন, তাঁদেরও ফিরে আসতে বলা হয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ