জেলা 

‘জগাছা’য়গ্ৰামীণ চিকিৎসকদের ১ম সম্মেলন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : গ্ৰামীণ চিকিৎসকদের কথা বলতে গেলেই “আর.এম.পি.এ.-র কথা অর্থাৎ ” রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন। “-এর কথা বলতেই হয়, সারা ভারতে গ্ৰামীণ চিকিৎসকদের সব থেকে বৃহত্তম ও সক্রিয় সংগঠন এই ” আর. এম. পি. এ.। সারা ভারতে বিভিন্ন রাজ্যে এই সংগঠনের ১৫০০০-এর ও বেশি সদস্য গ্ৰামীণ ও শহরের

নীম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সমস্ত মানুষের চিকিৎসা পরিসেবা দিয়ে আসছে। ভারতের ১৩৫- কোটি নাগরিকদের তুলনায় পাশ করা(!) চিকিৎসকদের সংখ্যা অতি অপ্রতুল, ধরার মধ্যেই পড়ে না। বাধ্য হয়েই সাধারণ মানুষের সুস্থ্য ভাবে বেঁচেবর্তে থাকার প্রচেষ্টা তাঁদের নিজেদেরকেই করতে হয়েছে। -আর সেই রাস্তা দেখিয়ে গিয়েছেন ডা: নর্মান বেথুন। -সে অন্য প্রসঙ্গ। চিকিৎসা এখন পণ্য। ভালো চিকিৎসা পেতে ভালো পয়সা লাগে, এই কথাকে মিথ্যা প্রমাণিত করে “আর.এম.পি.এ.”-র সদস্যগণ আজ প্রমাণ করে দিয়েছেন খাদ্য, বস্ত্র, বাসস্থানের মত সুস্বাস্থ্য ও নাগরিকদের অধিকার।

Advertisement

আর. এম. পি. এ. -র হাজারো ইউনিটের মতো ‘জগাছা’ও একটি ইউনিট, তাঁদের প্রথম সম্মেলন ছিল হাওড়ার সাঁতরাগাছি উনসানি গোয়ালবাটি ব্ল্যাক টাইগার স্পোর্টিং ক্লাবে গত ইং ২৮/১১/২০২১ তারিখ রবিবার সকাল ১০টা হইতে বৈকাল ৪টা পর্যন্ত। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য, জেলা ও ব্লক স্তরের পদাধিকারী গ্ৰামীণ চিকিৎসকগণ। জাতীয় পতাকা এবং সংস্থার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের

সূচনা ঘটে। শহীদ বেদিতে মাল্যদান এবং ডা: নর্মান বেথুন এর প্রতি মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের কাজ এগোতে থাকে।  অতিথি বরণ, সভাপতি নির্বাচন ও সম্পাদকীয় প্রতিবেদন ও চলতে থাকে তার উপর আলোচনা। আলোচনায় অংশ নেন: মোহন পাল, গৌতম জানা, সুশান্ত নাথ, পার্থ প্রতিম দে, দীনেশ শর্মা, সুদীপ মন্ডল, সুরজিৎ রায়, প্রীতম পাত্র প্রমুখ। আলোচনার উপর জবাবি ভাষণ দেন সম্পাদক আশরাফুল ইসলাম।

অবজারভার ছিলেন: সেখ গুলজার আলি, সুশীল মাঝি। তাঁরা এই বিষয়ে সুন্দর আলোচনা করেন।  সম্পাদক আশরাফুল ইসলাম, সহ:সম্পাদক রতন আদিত্য, সংস্থার সভাপতি মিরাজুল ইসলাম মোল্লা, সহ:সভাপতি আব্দুর রহমান প্রমুখ ৫০/৬০জন গ্ৰামীণ চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠানটি স্থানীয় এলাকায় আশা ও উদ্দীপনার সঞ্চার ঘটায়।

উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সহ:সম্পাদক বিপ্লব মল্লিক মহাশয়।  সভাপতি আসাদ আলী তাঁর বক্তব্য রাখেন ও সমাপ্তি ঘোষণা করেন।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ