দেশ 

আইনজীবী ও সাংবাদিকদের উপর ইউএপিএ মামলার পর্যালোচনা করার নির্দেশ দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: ইউএপিএ (UAPA) মামলা নিয়ে নানা মহলে সমালোচনার মুখে অবস্থান বদল করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এই মামলা পুনরায় পর্যালোচনার (Review) করার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ডিজিপি শ্রী যাদবকে নির্দেশ দিয়েছেন। ডিজিপি (DGP) যাদব এডিজি ক্রাইম ব্রাঞ্চকে রিভিউ করার নির্দেশ দেন।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব (Biplab Kumar Deb) রাজ্য পুলিশের ডিজি শ্রী বিএস যাদবকে সাংবাদিক এবং উকিলদের উপর করা ইউএপিএ মামলার পর্যালোচনা করার নির্দেশ দেন। ত্রিপুরায় মসজিদ জ্বালানোর মিথ্যা ফটো এবং ভিডিও সামাজিক মাধ্যমে (Social Media) পোস্ট করে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে নষ্ট করার অভিযোগে কিছুদিন আগেও উত্তপ্ত হয়ে ওঠে উত্তর-পূর্বের এই রাজ্য।

Advertisement

এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এবং রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ত্রিপুরা পুলিশ ১০২ জন ব্যক্তির বিরুদ্ধে ইউএপিএ ধারা অর্থাৎ দেশদ্রোহিতার মামলা রুজু করে। যাদের মধ্যে সাংবাদিক এবং উকিলরাও রয়েছেন। শনিবার মুখ্যমন্ত্রী এই মামলাগুলি নিয়ে রিভিউ করার নির্দেশ দেওয়ার পর ত্রিপুরা পুলিশ (tripura police) রিভিউর কাজ শুরু করে দিয়েছে বলে খবর। ওয়াকিবহাল মহলের মত, সাংবাদিকদের উপর দেশদ্রোহিতার ধারায় মামলা করায় ত্রিপুরার পুলিশ প্রশাসন বেশ সমালোচিত হয়েছে নানা মহলে। একইসঙ্গে শক্তির উপর এই ধরনের মামলা নিয়ে উষ্মা প্রকাশ করেছে। এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এই সিদ্ধান্ত অনেকটাই ব্যাকফুট থেকে নেয়া বলেও রাজনৈতিক মহল মনে করছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ