জেলা 

সংবিধান বিরোধী নতুন কৃষি শিক্ষা ও নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে আই ইউ সির সভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এম, এ, মনু, পূর্ব মেদিনীপুর :  ২৬ নভেম্বর ইন্ডিয়ান ইউনিটি সেন্টারের (আই ইউ স) উদ্যোগে সংবিধান দিবসে পালিত হল নিমতৌড়ী স্মৃতি সৌধ সভা ঘরে।সংবিধানের মূলধারাকে অমান্য করে তৈরী করা আইনগুলো বাতিলের দাবিতে প্রতিবাদে সরব হন উপস্থিত বক্তাগণ। তিন কৃষি আইন সহ সি এএ ২০০৩, সিএএ ২০১৯, শিক্ষা আইন -২০২০ এবং এন আর সি, এনপিআর বাতিল।দেশের ৮৫ শতাংশ পিছিয়ে পড়া মূলনিবাসীদের সাংবিধানিক অধিকারের দাবিতে সোচ্চার হয়, সংবিধানের মুখবন্ধ পাঠের মাধ্যমে সকাল এগারোটায় সভার সূচনা হয়।

এই সভায় উপস্থিত ছিলেন আই ইউ সির প্রেসিডেন্ট কাজী কামরুজ্জামান, জেনারেল সেক্রেটারি মোহিত কর, সেক্রেটারিয়েট বোর্ডের সদস্য রামপ্রসাদ ঘোড়াই, রাষ্ট্রীয় মূলনিবাসী সংঘের রাষ্ট্রীয় অধ্যক্ষ তারারাম মেহেনা, আই ইউ সির প্রেসিডিয়াম বোর্ড সদস্য গোবর্দ্ধন মান্না, লেখক মানিক ফকির, ডোম পরিসঙ্গ পশ্চিমবঙ্গের নেত্রী মাজেদা বিবি, মূলনিবাসী সমিতির পীযূষ গায়েন, লেখক শিবব্রত সানা, আই ইউ সি নেতা আনোয়ার মল্লিক, মুবাইদুল ইসলাম মোল্লা, বিশ্বনাথ দাস, তরুন মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ।

Advertisement

এছাড়া উপস্থিত ছিলেন দলিত এ্যান্ড মুসলিম ফ্রেন্ডশিপ সোসাইটি র সম্পাদক এম এম আব্দুর রহমান। এদিন লেখক মনিক ফকিরের হাত দিয়ে “রোড ম্যাপ” পত্রিকার শুভ উদ্বোধন সংখ্যা আনুষ্ঠানিক প্রকাশ হয়, পত্রিকার সম্পাদক এম,এম আব্দুর রহমান উপস্থিত শ্রোতাবৃন্দদের শুভেচ্ছা অভিনন্দন গ্রহন করেন। এনআরসি এনপিআর নিয়ে প্রতিবাদী, মানিক ফকির সাংবাদিকের প্রশ্নে কী বার্তা দিলেন শুনে নেব ।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ