কলকাতা 

কলকাতা পুরসভার নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করলো বামেরা, শাসকদল তৃণমূল কংগ্রেসের আগেই প্রার্থী তালিকা ঘোষণা করায় জল্পনা তুঙ্গে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করলো বামফ্রন্ট। একনজরে দেখে নিন কে কোন ওয়ার্ডে লড়ছেন।

বামেদের প্রার্থী তালিকা (১৪৪)

Advertisement

ওয়ার্ড নং প্রার্থী :

১ : পল্লব মুখোপাধ্যায়

২ : দেবলীনা সরকার

৩: নমিতা দাস

৪ : কানাইলাল পোদ্দার

৫: রমেশ পাণ্ডে

৬  : ঘোষণা হয়নি।

৭ : মোহন তাপস কুণ্ডু

৮: মাধব ঘোষ

৯: দীপিকা ভট্টাচার্য

১০: করুণা সেনগুপ্ত

১১ : প্রদ্যুৎ নাথ

১২:  পূবালী দেব

১৩ : বিরোধী দত্ত

১৪: স্বপন ঘোষ

১৫: দীপা সাহা

১৬: সুজিত দেব

১৭ : মতিলাল ঘোষ

১৮: শ্রাবণী চক্রবর্তী

১৯: রুমা ভট্টাচার্য

২০: অজিত চৌধুরী

২১ সুজাতা সাহা

২২  : পরে ঘোষণা হবে।

২৩:  ধীরেন্দ্র পাণ্ডে

২৪ : মঞ্জু মোহতা

২৫  : পড়ে ঘোষণা হবে

২৬ : তাপস প্রামাণিক

২৭ : পাপিয়া গাঙ্গুলী

২৮:  ইজাজ আহমেদ

২৯: মহম্মদ সইদ

৩০ : শাশ্বতী দাশগুপ্ত

৩১,: তরুণ বসু

৩২: জয়দীপ ভট্টাচার্য

৩৩ : মনীষা বিশ্বাস

৩৪ : পরে ঘোষণা হবে

৩৫ : সমীর চক্রবর্তী

৩৬: মৌসুমী ঘোষ

৩৭ : মিঠু দাস

৩৮ : প্রশান্ত দে (গোপাল)

৩৯  : পরে ঘোষণা হবে

৪০: কাবেরী ভট্টাচার্য

৪১ :নেহাল আহমেদ কাইজার

৪২:  প্রদীপ সিং

৪৩  : পরে ঘোষণা হবে

৪৪ : সইদ কাশিমুদ্দিন

৪৫  : পরে ঘোষণা হবে

৪৬ : অনুশা আকবর

৪৭  : পরে ঘোষণা হবে

৪৮ : অন্বেষা দাস

৪৯  : পরে ঘোষণা হবে

৫০  : পরে ঘোষণা হবে

৫১: রেবতী জানা

৫২ : রুকসানা বেগম

৫৩  : পরে ঘোষণা হবে

৫৪ : জাহাঙ্গির মণ্ডল

৫৫ : চৈতালী ভৌমিক নায়ার

৫৬:  জয়শ্রী দেব নন্দী

৫৭  :পরে ঘোষণা হবে

৫৮  : পরে ঘোষণা হবে

৫৯ রমা কর বসু

৬০ : মাঞ্জার এহসান

৬১  : পরে ঘোষণা হবে

৬২  :পরে ঘোষণা হবে

৬৩: মহম্মদ সিরাজ খান

৬৪ : মহম্মদ আজম জাভেদ

৬৫ : অনুলেখা সিনহা

৬৬: সাকিব আখতার

৬৭ : দীপু দাস

৬৮ : ডরথি ভৌমিক ঘোষাল

৬৯ : গোপাল হাজরা

৭০: বরুণ দাস

৭১ : কেকা মিত্র

৭২ : প্রকাশ ভট্টাচার্য

৭৩ : মধুমিতা দাস

৭৪: দীপা চক্রবর্তী

৭৫ : সৌয়দ আহমেদ খান

৭৬ : শাকিল আখতার

৭৭ : সাজদা পারভিন

৭৮ : জ্যোতি দাস

৭৯  : পরে ঘোষণা হবে

৮০  : পরে ঘোষণা হবে

৮১ : রিঙ্কু দে

৮২ : পারমিতা দাশগুপ্ত

৮৩  : পরে ঘোষণা হবে

৮৪ : বিথিকা নাথ

৮৫:  গোবিন্দ নস্কর

৮৬  : পরে ঘোষণা হবে

৮৭ : যুক্তিশ্রী দাস সোম

৮৮ : কার্তিক মণ্ডল

৮৯ : সলিল চৌধুরী

৯০  : পরে ঘোষণা হবে

৯১:  সুরজিৎ সেনগুপ্ত

৯২ : মধুচ্ছন্দা দেব

৯৩ : গোপা রায়চৌধুরী

৯৪ : বুলা শীল

৯৫ : অন্বেষা ভৌমিক

৯৬:  দীপালি গোস্বামী

৯৭:  সুশান্ত পাল

৯৮:  মৃত্যুঞ্জয় চক্রবর্তী

৯৯:  শিখা মুখোপাধ্যায়

১০০  : পরে ঘোষণা হবে

১০১ : অতনু চট্টোপাধ্যায়

১০২ : ভাস্বতী গঙ্গোপাধ্যায়

১০৩:  নন্দিতা রায়

১০৪  : পরে ঘোষণা হবে

১০৫:  নমিতা দত্ত

১০৬  : পরে ঘোষণা হবে

১০৭:  গৌতম রায়

১০৮ : তপন মালিক

১০৯ : শিখা পূজারি

১১০  : পরে ঘোষণা হবে

১১১ : চয়ণ ভট্টাচার্য

১১২: সুব্রত কুমার দে

১১৩  : পরে ঘোষণা হবে

১১৪: মহিতকুমার ভট্টাচার্য

১১৫: শুভঙ্কর বাগচি

১১৬ : চিত্রা পতিত

১১৭: সঞ্জয় খান

১১৮: সুজয় অধিকারী

১১৯  :পরে ঘোষণা হবে

১২০: গৌতম অধিকারী

১২১ : আশিস মণ্ডল

১২২:  মঞ্জুল কর

১২৩ : প্রসেনজিৎ ঘোষ

১২৪ : অরিজিৎ সিনহা

১২৫ : প্রিয়া রায়

১২৬:  বিমান গুহঠাকুরতা

১২৭ : রিনা ভক্ত

১২৮ : রত্না মজুমদার

১২৯  : পরে ঘোষণা হবে

১৩০  : পরে ঘোষণা হবে

১৩১ : রঞ্জন দাশগুপ্ত

১৩২:  নীতা ঘোষ

১৩৩:  জয়ব্রত বেরা

১৩৪  : পরে ঘোষণা হবে

১৩৫  : পরে ঘোষণা হবে

১৩৬:  শুভাশিস পোদ্দার

১৩৭  : পরে ঘোষণা হবে

১৩৮ : ফারহানাজ বেগম

১৩৯ : মহম্মদ আবু কায়েশ মোল্লা

১৪০ : শেখ মহম্মদ জমির

১৪১  : পরে ঘোষণা হবে

১৪২  : পরে ঘোষণা হবে

১৪৩:  বিভু মণ্ডল

১৪৪ : বিপ্লব বন্দ্যোপাধ্যায়


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ