দেশ 

রাজ্যের বকেয়া মেটানো সহ বিএসএফের ক্ষমতা বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪০ মিনিট বৈঠক করেন। রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে এ বৈঠকে কথা হয়েছে। পরের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিএসএফের এক্তিয়ার বা ক্ষমতা অবিলম্বে কমানো হোক এই দাবি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন।

জানা গেছে,রাজ্যের বকেয়া অর্থ থেকে বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে কথা হয় দুজনের মধ্যে। বাংলার বকেয়া প্রায় ৬৩ হাজার কোটি টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার আরজি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কথা হয়েছে বাংলার পাটশিল্পের সমস্যা নিয়েও।

Advertisement

বুধবার প্রধানমন্ত্রীর দপ্তরে আসেন বাংলার মুখ্যমন্ত্রী। জল্পনা মতোই রাজ্যের প্রাপ্য বকেয়া নিয়ে কথা হয় দুজনের মধ্যে। বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের প্রায় ৬৩ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। সেই টাকা দ্রুত দেওয়ার ব্যবস্থা করুন। প্রাপ্য টাকা না পেলে সমস্যা হচ্ছে। ইয়াস-আমফান-সহ একাধিক প্রাকৃতিক দুর্যোগের টাকাও বকেয়া রয়েছে। সেই টাকাও চেয়েছি।”

বিএসএফের ক্ষমতাবৃদ্ধি নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানান মমতা। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তিনি। তৃণমূল নেত্রীর কথায়, “বিএসএফ আমাদের বন্ধু। ওঁরা সীমান্তে কাজ করে। কিন্তু ওঁদের ক্ষমতাবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের করার দাবি জানিয়েছি। রাজ্যে আইনশৃঙ্খলা সম্পর্কিত সমস্যা হয় অনেক সময়।” এ প্রসঙ্গে বলতে গিয়ে বিএসএফের গুলি চালানোর ঘটনারর উল্লেখ করেন তিনি।

দু নেতার মধ্যে দেশের করোনা পরিস্থিতি নিয়েও কথা হয় বলে জানা গেছে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ