কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

হিন্দি কবি ধ্রুবদেব মিশ্রর সৃষ্টি নিয়ে এক কবিতামুখর সন্ধ্যা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম : অন্যতম প্রথম সারির হিন্দি  কবি হলেন ধ্রুবদেব মিশ্র পাশান। সাতের দশকের অস্থির সময়ে কবি কর্তৃক রচিত অনবদ্য সব কবিতা যেন সময়ের দলিল। কবির যুগান্তকারী সৃষ্টি নিয়েই এক অন্যরকম কবিতাময় সন্ধ্যা উপহার দিল সাহিত্যগোষ্ঠী নীলাম্বর। শিয়ালদহ অফিসারস ক্লাবে কবির লেখাসহকবিতাগুচ্ছ ভিডিও মন্তাজের আকারে প্রদর্শিত হয়। কবিতা আবৃত্তিও করেন শিল্পীরা।

পরে এক আলোচনাচক্রে যোগ দিয়ে কবির সৃষ্টিকে বিশ্লেষণ করেন মৃত্যুঞ্জয় কুমার সিং, জ্যোতিষ কুমার, কবি কৃষ্ণ কল্পিত, নীলকমল, নীরজ কুমার সিং প্রমুখ। কবির লেখায় সমাজবাদের ছবি তুলে ধরেন তাঁরা। শেষে কবিকে স্মারক দিয়ে সম্মানিত করেন কলকাতা দূরদর্শনের অতিরিক্ত ডিরেক্টর সুধাংশু রঞ্জন।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ