কলকাতা 

মোদী সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূলের মহামিছিলে দিল্লি দখলের ডাক,‘‘ধর্মের রাজনীতি করে আসল সমস্যা থেকে মুখ ফিরিয়ে রেখেছে মোদী সরকার’’ : অভিষেক , বিজেপি সরকার‘ভেদাভেদের সরকার, বিজ্ঞাপণের সরকার’’ কটাক্ষ পার্থের

শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : একের পর এক জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নেওয়ায় তৃনমূল কংগ্রেস কেন্দ্র থেকে মোদি সরকারকে উৎখাত করার ডাক দিয়েছে। পেট্রোপন্য সহ গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ কলকাতার ধর্মতলায় দলের পক্ষ থেকে ডাকা এক প্রতিবাদ সভায় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হুশিয়ারী দিয়ে বলেন, পেট্রোপন্যের দাম না কমলে আগামী দিনে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামা হবে। তিনি বলেন, ‘‘তৃণমূলকে ধমকে চমকে কিছু হবে না ৷ দাম বাড়লে আন্দোলন হবে ৷ পেট্রল, ডিজেলের দাম বাড়ার প্রতিবাদে আগামীতে দিল্লির বুকে আন্দোলন গড়ে তুলবে তৃণমূল “৷

তবে এই ইস্যুতে কংগ্রেস ও বামেদের ডাকা আজকের ধর্মঘট বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন,‘‘ধর্মের রাজনীতি করে আসল সমস্যা থেকে মুখ ফিরিয়ে রেখেছে মোদী সরকার৷’’ যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন কালো টাকা উদ্ধার করে ১৫ লক্ষ টাকা করে নাগরিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে , কিন্ত তা এখনও পর্যন্ত তিনি দিতে পারেননি । আর এই প্রশ্নে উত্তরও তিনি দিতে পারেননি।  উপরন্ত দেশের মানুষের উপর বোঝা চাপিয়ে চলেছে ।

Advertisement

তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিজেপিকে রাজনৈতিক ভাবে শেষ করে দেওয়ার ডাক দেন। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন,  বিজেপি সরকার আসলে‘‘ভেদাভেদের সরকার, বিজ্ঞাপণের সরকার’’ । এর আগে দলের পক্ষ থেকে শিয়ালদার মৌলালি থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

এই মিছিলে অংশ নেন, দলের সাধারণ সম্পাদক শ্রী সুব্রত বক্সী, শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ ও যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় , মন্ত্রী ফিরহাদ হাকিম , মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী ড. শশী পাঁজা , মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য , মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা, সাংসদ ইদরিশ আলী, সাংসদ শান্তনু সেন, সাংসদ পার্থ প্রতীম , প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, বিধায়ক তাপস রায়, বিধায়ক সুজিত বসু, বৈশ্বনর চট্টোপাধ্যায় প্রমুখ ।


শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen + twelve =