কলকাতা 

সেঞ্চুরির পথে পেট্রোল, ডিজেল ?

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

জামিতুল ইসলাম : সেঞ্চুরি করার পথে জ্বালানির দর। সোমবার মুম্বইয়ে পেট্রোলের দর দাঁড়িয়েছে ৮৮ টাকা ১২ পয়সা, ডিজেল ৭৭ টাকা ৩২ পয়সা। দিল্লিতে পেট্রোল লিটারে ৮০ টাকা ৭৩ পয়সা, ডিজেল ৭২ টাকা ৮৩ পয়সা। কলকাতায় পেট্রোল হয়েছে লিটারে ৮৩ টাকা ৩৯ পয়সা, ডিজেল ৭৫ টাকা ৪৬ পয়সা। ভোটের মুখে এবং কংগ্রেসের ডাকা বনধের আগের দিন রাজস্থান সরকার পেট্রোল-ডিজেলের ওপর ভ্যাট আড়াই টাকা কমিয়েছে।

দাম নিত্যদিন বেড়ে চললেও সরকারের মুখে একই কথা, আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দরবৃদ্ধি। কর কমানোর কোনও কথাই বলছে না তারা। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আবার এনিয়ে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিতে পরামর্শ দিয়েছেন। বড় অর্থনীতিতে এটা হয়েই থাকে, তাঁর যুক্তি। পেট্রোলের ওপর কেন্দ্র মোট ১৯ টাকা ৪৮ পয়সা আর ডিজেলের ওপর ১৫ টাকা ৩৩ পয়সা কর নেয়।

Advertisement

এরসঙ্গে যুক্ত হয় রাজ্যগুলির নিজস্ব ভ্যাট। এর সঙ্গে টাকার দরের ক্রমাগত পতন আরও জটিল করেছে পরিস্থিতি। অসোধিত তেল আমদানির খরচ বেড়ে গিয়েছে অনেকটাই। বিজেপির বিক্ষুব্ধ শরিক শিবসেনা ‘আচ্ছে দিন’ লেখা পোস্টার সেঁটেছে সর্বত্র।


শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × 2 =