বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

“কবিতা তরঙ্গ”তে ৫ জেলার ৬ কবির কবিতা পাঠ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গত ১৪/১১/২০২১তারিখ রবিবার রাত্রি ৯টা হইতে ১০টা পর্যন্ত কবি ও চিকিৎসক আসাদ আলী র আহ্বান ও পরিচালনায় “কবিতা তরঙ্গ” নামক কবিতা ও সাহিত্যের এই সভায় মোবাইল কনফারেন্স এর মাধ্যমে ৫জেলার ৬কবির কবিতা পাঠ, গান ও আলাপ আলোচনার জমজমাট অনুষ্ঠান টি ছিল খুবই উপভোগ্য।

গত ১২/১১/২০২১তারিখ মুর্শিদাবাদের বিশিষ্ট কবি শাহের আলম সেলিম ইহজগতে র মায়া কাটিয়ে অজানার দেশে চলে যান (ইন্না লিল্লাহি… ), তাকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করার ও তাঁর আত্মীয় স্বজনদের প্রতি সমবেদনা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে।

Advertisement

দক্ষিণ ২৪ পরগণার মগরাহাটের মহ: হাফিজ সাহেবের গজল দিয়ে সভা শুরু হয়। উপস্থিত ছিলেন হাওড়া জেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি ও সঙস্থার সভাপতি আনোয়ার হোসেন সাহেব। হুগলি জেলার বশিষ্ট কবি ও সাংবাদিক এবং কৃষি বিষয়ক লেখক শেখ সিরাজ, হুগলি জেলার অন্য আর এক কবি বন্দনা মালিক।

মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট কবি মহ: রহিম শেখ। সঞ্চালনায় ছিলেন উত্তর ২৪ পরগণার রাজারহাট বিষ্ণুপুরের বিশিষ্ট কবি ও চিকিৎসক আসাদ আলী।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ