আন্তর্জাতিক বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হলো কবিতা বাংলাদেশের রাসূল সা. এর শানে আন্তর্জাতিক কবিতা উৎসব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদদাতা, রাজশাহী,বাংলাদেশ: প্রেমকে ঘিরেই কবিতার নির্মাণ। মানবিক প্রেমের অনুসঙ্গই কবিতার ফুল হয়ে ফোটে। একজন বিশ্বাসী কবির প্রেমের কেন্দ্রীয় অধ্যায় আল্লাহ এবং তাঁর রাসূল। সুতরাং তাঁর কবিতা আল্লাহ-রাসূলের প্রেমে আবর্তিত হওয়াটাই যুক্তিযুক্ত। মূল্যবোধের চাষবাস এবং মানবিক সমাজ গঠনে মহানবী হযরত মুহাম্মদ সা. অনন্য নজির স্থাপন করে গেছেন। একজন বিশ্বাসী কবিও তাঁর কবিতায় কল্যাণের জয়গান গান; তুলে ধরেন নান্দনিক সমাজফুলের স্বপ্নগাঁথা। বিশ্বায়নের আধুনিক স্রোতে কবিতাকে জীবনবোধের শৈল্পিক কারুকাজে উপস্থাপিত করা এখন সময়ের দাবি। ৬ নভেম্বর শনিবার বিকেল চারটা থেকে জুম অ্যাপসের মাধ্যমে কবিতা বাংলাদেশ আয়োজিত রাসূল সা. এর শানে আন্তর্জাতিক কবিতা উৎসবে অংশগ্রহণকারী বক্তাগণ এভাবেই তাঁদের মতামত ব্যক্ত করেন।

তিনটি অধিবেশনে উৎসব অনুষ্ঠিত হয়। কবিতা বাংলাদেশ এর সভাপতি কবি আল মুজাহিদী প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। দ্বিতীয় এবং তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কবিতা বাংলঅদেশ এর সহসভাপতি যথাক্রমে কবি সোলায়মান আহসান, কবি মোশাররফ হোসেন খান এবং কবি আশরাফ আল দীন। অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি আ জ ম ওবায়েদুল্লাহ। ‘বাংলাভাষায় রাসূল সা. এর শানে কবিতা চর্চা’ শীর্ষক বিশেষ আলোচনা উপস্থাপন করেন কবি ও গবেষক নাসির হেলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ।

Advertisement

কবিকণ্ঠে কবিতায় ছিলেন কবি আসাদ বিন হাফিজ, কবি হাসান আলীম, কবি চৌধুরী গোলাম মাওলা, কবি মুকুল চৌধুরী, কবি আমিনুল ইসলাম, কবি শরীফ আবদুল গোফরান, কবি শহীদ সিরাজী, কবি গাজী এনামুল হক, কবি কমরুদ্দিন আহমদ, কবি নাসির হেলাল, কবি সায়ীদ আবুবকর, কবি মুহাম্মদ আবদুল বাতেন, কবি আবুবকর সালেহ, কবি ইব্রাহিম মণ্ডল, কবি হারুন ইবনে শাহাদাত, কবি বাছিত ইবনে হাবীব, কবি কামরুল আলম, সেখ আবদুল মান্নান, কবি সামসুজ জামান, কবি গাজী নজরুল ইসলাম, কবি নাজমুল আনসারী, ড. রুমী শাইলা শারমিন, ড. মুর্শিদা খানম, কবি ফরিদ সাঈদ, কবি আরকে সাব্বির আহমেদ, কবি মুহাম্মদ কফিল উদ্দিন, কবি আলাউদ্দিন আল হেলাল, কবি শাহীন সৈকত, কবি হেলাল আনওয়ার, কবি শাহজাহান মোহাম্মদ, কবি জামাল দ্বীন সুমন, কবি মঞ্জিলা শরীফ, কবি নূরুল আলম হেলালী, কবি আবুল বাশার, কবি এরফান আলী এনাফ, কবি লোকমান হাকিম ভ‚ঁইয়া, কবি নূরুল হুদা নূরী, কবি খাদিজা আনজুমান, কবি ম্যাকি ওয়াদুদ, কবি আলতাফ হোসাইন রানা, কবি মতিউর রহমান খান, কবি মীম মিজান, কবি নুরুন্নাহার নূরু, কবি শামসাদ জাহান লিপি, কবি আঞ্জু মনোয়ারা আনসারী, কবি তাজ ইসলাম, কবি কাজী খলিলুর রহমান, কবি আমিন আল আসাদ, কবি মাস্টার নজরুল ইসলাম, কবি ওয়াহিদ জামান, কবি আজিজ হাকিম, কবি আবুল খায়ের নূর, কবি শওকত আলম, কবি জাফর আহমদ, কবি ইয়াকুব বিশ্বাস, কবি শোয়াইব আহমদ, কবি শেখ বিপ্লব হোসেন, কবি সুমাইয়া জামান, কবি হোসনে আরা মেঘনা, কবি রেহেনা খাতুন টুলটুলি, কবি জুবাইদা কাকন, কবি কবির কা ন, কবি আবদুল্লাহ তাজরিয়ান, কবি দিল আফরোজ রিমা, ড. নূরুল হুদা মামুন, কবি মোহাম্মদ উল্লাহ এমরান, কবি এহতেসামুল হক জুনায়েদ, কবি মোহাম্মদ ইলইয়াস, কবি মোল্লা আলী আছগর, কবি আবু ওয়াশিদ, কবি মোহাম্মদ নিক্সন, কবি মুনিরা পারভীন, কবি ওয়াজেদ বাঙালী, কবি জাকারিয়া আল হোসাইন, কবি মুসাদ্দিকুল ইসলাম তানভীর, কবি সৈয়দ ময়নুল কবরী, কবি মোস্তাফিজুর রহমান আকন্দ, এস এম হুমায়ুন কবির, কবি রানা জামান, কবি মুস্তাফা ইসলাহী, কবি মোস্তফা হায়দার, কবি শাহানারা খাতুন রহিমা, কবি কফিল উদ্দিন, কবি নাদিরা খানম, কবি সরদার মুক্তার আলী, কবি হাসানুজ্জামান বুলবুল, শাহীন আরা আনওয়ারী, কবি তানবীর আহমদ শিবলী, কবি গোলাম মাওলা ইউসুফ, কবি সাকিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, কবি নাঈম আল ইসলাম মাহিন এবং কবি ওয়াহিদ আল হাসান। কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী আজহারুল ইসলাম রনি, মুস্তাগিছুর রহমান মোস্তাক, কবি নাসির মাহমুদ, শাহাদাত হোসেন প্রমুখ।

বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলাভাষী শতাধিক কবি কবিতা পাঠে অংশগ্রহণ করেন। প্রায় তিন শাতাধিক কবিতাপ্রেমিক অতিথি ও সুধিজন অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানটি কবিতা বাংলাদেশ এর ফেসবুক পেইজ থেকে লাইভ সম্প্রচার করা হয়। কারিগরি সহায়তায় ছিলেন কবি আফসার নিজাম, কবি মোস্তফা মনোয়ার, শিল্পী মনিরুল ইসলাম, কবি ওয়াহিদ আল হাসান, কবি ওয়াহিদ জামান, কবি আজিজ হাকিম, কবি ইয়াছিন মাহমুদ, কবি এ এস এম মুয়াজ্জাম হোসাইন প্রমুখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ