কেন্দ্রের দেওয়া গ্রামোন্নয়নের টাকা আর খুব সহজে খরচ করতে পারবে না রাজ্য, লাগবে নাবার্ডের অনুমতি
নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক নাবার্ড এর কাছ থেকে চূড়ান্ত অনুমতি মেলার পরেই রাজ্য সরকার গ্রামীন পরিকাঠামো উন্নয়ন তহবিল থেকে অর্থ খরচ করতে পারবে । কেন্দ্রের পরিবর্তিত নির্দেশ আসার পরে গ্রাম উন্নয়নের বিভিন্ন প্রকল্পের কাজে গতি আনতে রাজ্য সরকার নিয়মের কিছু পরিবর্তন করেছে। এখন থেকে অর্থ উপদেষ্টার কাছ থেকে সম্মতি নিয়ে বিভিন্ন দপ্তরের জন্যে বরাদ্দকৃত বাজেটের অর্থ থেকেই গ্রামীন পরিকাঠামো উন্নয়ন তহবিল প্রকল্পে কাজের অনুমতি দেওয়া হবে বলে নবান্নে অর্থ দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।
এজন্যে পূর্ত, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, সেচ ও জলপথ এবং জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন এই চারটি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব বা সচিবের হাতে সর্বাধিক কুড়ি কোটি টাকা পর্যন্ত ও অন্যান্য দপ্তরকে দশ কোটি টাকা পর্যন্ত খরচ করার আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে। উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী নাবার্ডের কাছ থেকে অনুমতি মেলার পরে প্রকল্পগুলির জন্যে অর্থ বরাদ্দ করার কথা উল্লেখ থাকায় দীর্ঘ সময়ের জন্যে বিভিন্ন প্রকল্পের কাজ গতি হারাবে বলেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত আগে বিস্তারিত প্রকল্প রিপোর্ট জমা পড়ার পরে রাজ্যের অর্থ দপ্তর কাজ শুরু করার অনুমতি দিত। পরে নাবার্ডের কাছে তা পাঠালে প্রকল্পের জন্যে অর্থ বরাদ্দ করা হত।