দেশ 

মোদীর আত্মঘাতী সিদ্ধান্তে দেশে বিপর্যয় নেমে এসেছে , অবিলম্বে বাতিল করা হোক দু হাজার টাকার নোট : চন্দ্রবাবু নাইডু

শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত দেশের পক্ষে বিপর্যয় সৃ্ষ্টি করেছে । ফলে অবিলম্বে ২ হাজার টাকার নোট বাতিল করা হোক। এই দাবিতে সরব হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইড়ু। এদিন ফের  মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগের  সুরে চন্দ্রবাবু নাইড়ু বলেছেন, তিনি ডিজিটাল কারেন্সি চালু করার সহজ প্রস্তাব দিয়েছিলেন। তবে কেন্দ্র তা গ্রাহ্য করেনি। ফলে সঠিকভাবে বলবৎ করতে অক্ষম হয়েছে।এদিকে অন্ধ্রপ্রদেশের রাজধানী হতে চলা অমরাবতীর জন্যও কেন্দ্র পর্যাপ্ত সাহায্য করছে না বলে চন্দ্রবাবু নাইড়ু অভিযোগ করেছেন।

কেন্দ্রের সঙ্গে বিবাদেই যে এনডিএ থেকে তিনি সরে এসেছেন তাও জানিয়েছেন টিডিপি নেতা। চন্দ্রবাবুর কথায়, অমরাবতী তৈরির কাজ জোরকদমে চলছে। অথচ কেন্দ্র টাকা দিচ্ছে না। আমরা টাকা তোলার চেষ্টা করলে অহেতুক অভিযোগ করা হচ্ছে। ফলে কেন্দ্রের অসযোগিতায় গোটা কাজটাই থমকে গিয়েছে। প্রসঙ্গত দিন কয়েক আগেই কেন্দ্রকে তির্যক মন্তব্যে বিঁধেছেন একদা এনডিএ-র সঙ্গী টিডিপি নেতা এন চন্দ্রবাবু নাইডু। তিনি কটাক্ষের সুরে বলেছেন, খুব শীঘ্রই পেট্রোলের মূল্য ও ডলারের সাপেক্ষে টাকার মূল্য ১০০ ছাড়াতে চলেছে।

Advertisement

আর মোদী সরকারের আমলে দেশের যেটুকু আর্থিক বৃদ্ধি হচ্ছে তা ভারতের শক্তির জন্য হচ্ছে। এতে এনডিএ সরকারের কোনও কৃতিত্ব নেই। এটা আরও ভালো হতো যদি অন্য কোনও সরকার কেন্দ্রে ক্ষমতায় থাকত। এদিন ফের নতুন করে কেন্দ্রকে আক্রমণ করেছেন তিনি। এবং এই আক্রমণ যে আগামী লোকসভা ভোট পর্যন্ত জারি থাকবে তা নিশ্চিত করে বলা যায়।


শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 1 =