দেশ 

টাকার দাম কমার সঙ্গে সঙ্গে দেশের উপর বিপুল আর্থিক বোঝা চাপছে ,দাবি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক :টাকার দাম কমার সঙ্গে সঙ্গে,  ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ বাড়ছে।রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রে জানা গেছে, এবছরে এখনও পর্যন্ত টাকার দাম কমেছে প্রায় ১১ শতাংশের মতো। যার জেরে ভারতবাসীকে বাড়তি ৬৮,৫০০ কোটি টাকা গুণতে হবে বৈদেশিক ঋণ মেটাতে।স্বল্প সময়ের জন্য নেওয়া ঋণ মাসুল সামনের কয়েক মাসে মেটাতে হবে। বৃহস্পতিবার টাকা দাম  মধ্যে সবচেয়ে কম ছিল। ডলার পিছু টাকার দাম ছিল ৭২ টাকারও বেশি।( শুক্রবার যা ছিল ডলার পিছু ৭১.৭৯ টাকা) যদি এবছরের বাকি সময়ে ডলার পিছু টাকা ৭৩ টাকার পৌঁছে যায় এবং ভারতের সবথেকে বড় আমদানি কাঁচা তেলের দাম যদি ব্যারেল পিছু ৭৬ ডলারে পৌঁছে যায় তাহলে দেশের তেলের জন্য খরচ বাড়বে ৪৫,৭০০ কোটি টাকা।

বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন, এসবিআই-এর চিফ ইকনোমিক অ্যাডভাইসর সৌম্যকান্তি ঘোষ।আর্থিক বছরের দ্বিতীয় অর্ধের জন্য, ডলার পিছু টাকার দাম যদি ৭১.৪ টাকাও ধরা হয় তাহলে ধার পরিশোধ করতে হবে ৭.৮ লাখ কোটি টাকা। টাকার দাম কমায় যার মধ্যে অতিরিক্ত যুক্ত হয়েছে প্রায় ৭০ হাজার কোটি টাকা। ২০১৭-তে ডলারের সঙ্গে টাকার গড় বিনিময় মূল্য ছিল ৬৫.১ টাকা।

Advertisement

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 + 9 =