কলকাতা 

মোদীর বিরুদ্ধে ডাকা বনধকে সমর্থন করবেন না মমতা, বিরোধী জোটের প্রধান কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে বেকায়দায় বিজেপি বিরোধী জোট, গট-আপ ?

শেয়ার করুন
  • 52
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে কংগ্রেস সহ দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের ডাকা বনধকে সমর্থন করবে না তৃণমূল কংগ্রেস । মোদীর বিরুদ্ধে যতই উচচ নিনাদ করুক না কেন তিনি কোন মতেই বনধ সমর্থন করবেন না বলে মমত বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। বরং কঠোরভাবে বনধের বিরোধিতা করবেন।

এবার বনধ বিরোধিতার প্রশ্নে অটল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং জানিয়ে দিলেন, বনধের দিন সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটিও মঞ্জুর হবে না। উপযুক্ত কারণ ছাড়া অনুপস্থিত থাকলে বেতন কাটা যাবে।

Advertisement

শুক্রবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রের মোদী সরকারের বিরোধিতায় অটল রয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেস ও রাজ্যের সরকার বনধের বিরোধিতা করবে। তৃণমূলের ঘোষিত নীতিই হল বনধের বিরোধিতা। সেই বিরোধিতায় অনড় থাকবে তৃণমূল। তবে তৃণমূল মোদী সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে, পেট্রোপণ্য, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাবে। সরকারের তরফে বনধ বিরোধিতায় সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি অন্য বনধের মতো এই বনধেও সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সবাইকে উপস্থিত থাকার বার্তা দিয়েছেন। একইরকম কঠোর থেকে তিনি ঘোষণা করেছেন, কোনও কর্মী উপযুক্ত কারণ ছাড়া অনুপস্থিত হলে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য,  কংগ্রেসের ডাকা বনধকে সমর্থন করেছে।

তবে তৃণমূল বিজেপির বিরোধিতায় কংগ্রেসের পাশে থাকছে না। মোদী বিরোধিতায় রাহুল গান্ধী তৃণমূল কংগ্রেস-সহ সমস্ত বিজেপি বিরোধী দলকে আহ্বান জানিয়েছিলেন। সেই ডাকে অন্যান্য দলের সাড়া পেলেও এ যাত্রায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাড়া পেলেন না রাহুল গান্ধী। ওয়াকিবহাল মহল বলছেন, এতদিন ধরে কংগ্রেস এবং সিপিএম যে দাবি করছিল বিজেপি-র সঙ্গে তৃণমূলের গোপন সমঝোতা আছে তা বিরোধীদের ডাকা বনধকে সমর্থন না করে সর্বভাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধী ভাবমূর্তি অনেকটাই ধাক্কা খাবে ।


শেয়ার করুন
  • 52
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 − eleven =