দেশ 

ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধনের কাজ  চলবে ৩১ অক্টোবর পর্যন্ত, এবার অনলাইনেও আবেদন করা যাবে, সব সাবালক যাতে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান সিদ্দিকুল্লাহ-র

শেয়ার করুন
  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : ভোটার তালিকায় নাম তোলা, সংশোধন, বিয়োজনের কাজ পরিপূর্ণভাবে করতে এবার অনলাইনের সুযোগকেও কাজে লাগাতে চায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন।এর জন্য ন্যাশনাল ভোটার্স সার্ভিসেস পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের সঙ্গে ভোটারদের প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে।

আবার বুথে গিয়ে ৬, ৭ ও ৮ নম্বর ফর্ম জমা করার পর তা খতিয়ে দেখে ‘ইআরওনেট’ সিস্টেমের মাধ্যমে অনলাইনে ডাউনলোড করবেন অফিসাররা।বুথে গিয়ে ফর্ম জমা দেওয়াকেই অবশ্য অগ্রাধিকার দিচ্ছে নির্বাচন কমিশন। ১ সেপ্টেম্বর মাস থেকে ভোটার তালিকা সংশোধনের সময় বুথে বুথে বসবেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। রিটার্নিং অফিসাররা ইআরওনেট সিস্টেমে অনলাইনে ভোটারের নাম ডাউনলোড করবেন।

Advertisement

দিল্লি থেকে বসে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কর্তারা অনলাইনেই দেখতে পারবেন, কোথায় কত নাম উঠল বা কোথায় কত নাম বাদ গেল। রাজ্যে লোকসভা ভোটের আগে এই সিস্টেমই চালু করতে চলেছে কমিশন।সে কারণে সেই সিস্টেম সম্পর্কে প্রশিক্ষণ দিতে আজ, সোমবার রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার সন্দীপ সাক্সেনার নেতৃত্বে পাঁচজনের একটি দল। যাঁরা দু’দিন ধরে রাজ্যের নির্বাচনের কাজে যুক্ত বিডিও, যুগ্ম বিডিও, এসডিও, এডিএম এবং জেলাশাসকদের প্রশিক্ষণ দেবেন।

যা এবারই প্রথম বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসকদের এবং বুধবার বিডিও, এসডিওদের প্রশিক্ষণ দেবেন কমিশনের কর্তারা।সেইসঙ্গে ইআরওনেট সিস্টেম সম্পর্কে ওয়াকিবহালও করবেন তাঁরা। ২০১৯ সালের লোকসভা ভোটকে মাথায় রেখেই শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনের কাজ। এরজন্য দু’মাস সময় নির্ধারিত হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলা, সংশোধন বা বাদ দেওয়ার সুবিধা পাবেন ভোটাররা। এর আগে একটানা দু’মাস ধরে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ এ রাজ্যে ঘটেনি। ২০১৯ সালের ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ হবে, তাঁরাই নাম তোলার জন্য আবেদন করতে পারবেন।

সেই আবেদন জমা দেওয়ার পর এক মাস ধরে শুনানি হবে। তারপর ৪ জানুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে। সেই তালিকার উপর ভিত্তি করেই হবে লোকসভা ভোট।ভোটে যাতে কোনও জালিয়াতি না হয়, তার জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কমিশন চায়, কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, তার জন্য এনভিএসপি পোর্টাল এবং ইআরওনেট সিস্টেম চালু করা হল, জানিয়েছেন কমিশনের এক কর্তা।

এদিকে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি সকলকে অনুরোধ করেছেন, ১৮ বছর বয়স্ক নারী-পুরুষ সকলেই যাতে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি জমিয়তের কর্মীদের অনুরোধ করেছেন তারা যেন এ বিষয়ে সাধারন মানুষের যোগাযোগ রাখেন । ভোটার তালিকা নাম যাতে ১৮ বছরের বয়স্ক নারী-পুরুষ নথিভুক্ত করতে পারে তা নিয়ে এখন থেকে প্রচার চালানোরও জন্য জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরি নির্দেশ দিয়েছেন । অন্যদিকে পশ্চিমবঙ্গ রাবেতায়ে  মাদারিসে ইসলামিয়ার সভাপতি হিসেবে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরি সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, তারা যেন মাদ্রাসায় পড়াশোনা করা ছাত্রদের বয়স যদি ১৮ হয়ে যায় তাদের নাম নথিভুক্ত করার ব্যবস্থা করে । প্রয়োজন হলে নাম নথিভুক্ত করার জন্য ছাত্রদের ছুটিও দিতে পারে মাদ্রাসাগুলি।

 যাঁরা অনলাইনে ভোটার তালিকায় নাম তুলবেন কিংবা সংশোধনী জমা দেবেন তাঁরা নিম্নলিখিত ওয়েবসাইটে গিয়ে ফর্ম

 ফিলাপ করতে পাবেন।

NATIONAL VOTER’S SERVICE PORTAL

Get Access to NSVP –

Apply online for Registration of New Voter, Make Corrections, Shifting, Deletion and Track Application Status

@ ONLINE LINKS ——-

* FROM – 6

Apply online for registration of new voter/due to shifting from AC

LINK – http://www.nvsp.in/Forms/Forms/form6?lang=en-GB

* Form – 6A

Apply online for registration of overseas voter

LINK – http://www.nvsp.in/Forms/Forms/form6a?lang=en-GB

* Form – 7Deletion or objection in electoral roll

LINK – http://www.nvsp.in/Forms/Forms/form7?lang=en-GB

* Form – 8

Correction of entries in electoral roll

LINK – http://www.nvsp.in/Forms/Forms/form8?lang=en-GB

 

* Form – 8A

Transposition within Assembly

 

LINK – http://www.nvsp.in/Forms/Forms/form8a?lang=en-GB

* Online Application Status

Track application status

LINK – http://www.nvsp.in/Forms/Forms/trackstatus


শেয়ার করুন
  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

7 − 4 =