রাজ্যে সেতু ভাঙা অব্যাহত শুক্রবার ভাঙল উত্তরবঙ্গের ফাঁসিদেওয়ায়, শহর থেকে বিচ্ছিন্ন কৃষি প্রধান বেশ কয়েকটি গ্রাম , অভিযোগ সংস্কার হয়নি প্রায় ১৬ বছর
নিজস্ব প্রতিনিধি : কলকাতার মাঝেরহাটের পর এবার সেতু ভাঙল উত্তরবঙ্গের শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়ায়। শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ একটি ফাঁকা ট্রাক সেতুটির মাঝ বরাবর গিয়ে আটকে পড়ে। চালক আহত হলেও, ট্রাক থেকে নেমে যেতে সক্ষম হন বলে জানা গিয়েছে। সেতুটির নিচে নালা রয়েছে। জলও বেশি নেই। শিলিগুড়ির সঙ্গে ফাঁসিদেওয়ার সরাসরি একমাত্র সংযোগকারী সেতুটি ভেঙে যাওয়ায় বিপাকে পড়লেন স্থানীয় বাসিন্দারা। সেতুটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সেতু ভেঙে আতঙ্ক ছড়াল শিলিগুড়ির ফাঁসিদেওয়ায়। সেতুটি ফাঁসিদেওয়ার সঙ্গে সরাসরি একমাত্র সংযোগকারী সেতু বলে জানা গিয়েছে। মাঝেরহাটের ব্রিজের মতো ফাঁসিদেওয়াতেও সেতুটির পাশ দিয়ে গাছপালাও গজিয়েছে। এই সেতুটি ভেঙে যাওয়ায় কৃষিপ্রধান অঞ্চলের কয়েকটি গ্রাম শহর শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে । এলাকায় আরও এরকম অনেক সেতু রয়েছে।

যেগুলির কোনও রকমের সংস্কার হয় না বলে অভিযোগ স্থানীয়দের। প্রত্যক্ষদর্শীদের থেকে যতদূর জানা গিয়েছে, শেষ ২০০২ সালে মেরামতি করা হয়েছিল। তারপর যত বছর ঘুরেছে, সেতুর অবস্থাও আরও জীর্ণ হয়েছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘সেতুর তলাটা একেবারেই ক্ষয়ে গিয়েছিল। আশেপাশের অনেকগুলো গ্রামের যোগাযোগ নির্ভর করে ছিল এই সেতুর উপরেই। যাতায়াতের খুব সমস্যা হবে এ বার।’’
এরআগে ,গত ১১ আগষ্ট শিলিগুড়ির ফাঁসিদেওয়ার গোয়ালতুলিতে নির্মীয়মান সেতু ভেঙে পড়ে। তবে দুর্ঘটনার সময় সেখানে কেউ না থাকায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। সেতু নির্মাণে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পরেই গ্রামবাসীরা ৩১ডি জাতীয় সড়ক অবরোধ করেন।