কলকাতা 

তৃণমূল কংগ্রেস মাদ্রাসা শিক্ষক সমিতির সভা বিধাননগরে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : শাসকদলের শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস মাদ্রাসা শিক্ষক সমিতি। সংগঠনের ব‍্যাপ্তি রাজ‍্যের সর্বত্র, কিন্তু সক্রিয়তার অভাবের অভিযোগ তুলে সরব হয়ে রাজ‍্য নেতৃত্বের বৃহত্তর অংশ এবং অধিকাংশ জেলার জেলা সভাপতি একত্রিত হয়ে সংগঠনের রাজ‍্যসভাপতির উপরে অনাস্থা তুলে ধরে তাঁকে সরিয়ে রাজ‍্যসভাপতি হিসাবে নতুন মুখ তুলে ধরতে বদ্ধপরিকর হলেন। আজ বৃহস্পতিবার বিধান নগরের ‘দিশারী ভবন’এ তাঁরা একত্রিত হন। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের প্রত‍্যেকটা জেলার প্রতিনিধি।প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখেন মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদ সদস্য শিক্ষিকা রাফিনা ইয়াসমিন, বীরভূম জেলার ডক্টর ফজলে মাওলা খান, মনিরুদ্দিন খান, দক্ষিণ২৪ পরগণার আব্দুল কাদের, উত্তর ২৪ পরগণার নুরুল হক, মালদা জেলার আতাউর রহমান রাণা, হুগলী, নদীয়া,হাওড়া, বর্ধমান, মেদিনীপুর জেলার প্রতিনিধিবৃন্দ।

প্রত‍্যেকের বক্তব্যে রাজ‍্য সভাপতির ঔদ্ধত্য, কাজের জায়গায় অনুপস্থিতি, অর্থনৈতিক অনিয়ম, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের দাবী দাওয়া তুলে ধরতে প্রবল অনীহা, আধিকারিকদের সঙ্গে কারণে-অকারণে বিরোধিতা করা, সংগঠনকে কাজে লাগিয়ে নিজেকে সমৃদ্ধ করার মত গুরুত্বপূর্ণ অভিযোগ উঠে আসে।

Advertisement

এই জমায়েত নতুন করে সংগঠনের খোলনলচে পরিবর্তনের পক্ষে ঐকমত্য হয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শাখা সংগঠন হিসাবে বদ্ধপরিকর বলে জানালেন সংগঠনের বর্তমান রাজ‍্যকমিটির সাধারণ সম্পাদক নুরুল হক। এম‌এসকে গুলো যাতে মাদ্রাসা পর্ষদের আওতায় আনা হয় তার জন্যে এই সংগঠন সক্রিয় ভূমিকা পালন করবে বলেও তিনি জানালেন।

মাদ্রাসা সার্ভিস কমিশন, মাদ্রাসা শিক্ষা অধিকর্তার দপ্তরে শিক্ষক বদলি সহ একাধিক দাবী সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলে তিনি জানালেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ