কলকাতা 

স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত পরিকল্পনাহীন বলে অভিযোগ করলেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী ১৬ ই নভেম্বর থেকে রাজ্যের স্কুল-কলেজে ক্লাস শুরু হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজ্যের শিক্ষা মহল। কিন্তু স্কুল কলেজ খোলার এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রের শিক্ষাপ্রতিমন্ত্রী সুভাষ সরকার।তাঁর মত, ”পরিকল্পনা না করে এই রাজ্যে স্কুল, কলেজ খোলা ঠিক নয়।”

তারই মধ্যে করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ ড. সুভাষ সরকার (Subhas Sarkar)। বৃহস্পতিবার বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ”এই সিদ্ধান্ত আরও পরিকল্পনা করে নিলে ভাল হতো। স্কুল-কলেজ খোলা হচ্ছে, অথচ কীভাবে পডুয়ারা স্কুলে যাবে, তা ঠিক হয়নি। লোকাল ট্রেন এখনও চালু হয়নি। এই অবস্থায় আমার মনে হয়, পরিকল্পনাহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রীর আরও বক্তব্য, ”কেন্দ্রীয় সরকার স্কুল-কলেজ নিয়ে মোট ১৪টি অ্যাডভাইজারি পাঠিয়েছে। রাজ্য সরকার তার কোনওটারই উত্তর দেয়নি। যেভাবে পুজোর সময় লোক বের হয়েছে এবং করোনা বাড়ছে, রাজ্য সরকারের উচিত, কিছু গোপন না করে নতুন করে ভাবা উচিত।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ