দেশ 

Pegasus scam : মোদি সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে পেগাসাস মামলার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজকর্মী ও সাংবাদিকদের ফোনে আড়িপাতা মামলায় কড়া অবস্থান নিল শীর্ষ আদালত। সম্প্রতি পেগাসাস কাণ্ড নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ মহলে প্রচারিত পেগাসাস কাণ্ড নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিও সক্রিয় হয়েছিল। ওইসব সংবাদমাধ্যমের অভিযোগ ছিল দেশের বেশ কয়েকজন প্রথম সারির রাজনীতিবিদ এমনকি শাসক বিজেপি দলের সাংসদ এবং সমাজকর্মী ও সাংবাদিকদের উপরে পেগাসাস সফটওয়ারের মাধ্যমে নজরদারি চালানো হয়েছে।

এই ঘটনা নিয়ে দেশজুড়ে আলোড়ন পড়ে যায় মোদী সরকারের বিরুদ্ধে সরব হয় দেশের বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক নেতা থেকে শুরু করে সমাজ কর্মীরাও। বেশ কয়েকটি সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে প্রকাশ্যে সমালোচনা শুরু করে। একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে পেগাসাস সফটওয়ারের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত জীবন নিয়ে জীবনের উপর নজরদারি চালানোর জন্য দেশের শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়।

Advertisement

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামান্না বেশ কয়েকবার এই মামলার শুনানিতে  কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে সঠিক সদুত্তর না পেয়ে আজ বুধবার সুপ্রিম কোর্ট নিজে থেকে ঘোষণা করে দিল পেগাসাস মামলার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং দুইজন সাইবার বিশেষজ্ঞ বলে প্রধান বিচারপতি এনভি  রামান্না জানিয়েছেন। আজ প্রধান বিচারপতি এই মামলার রায় দিতে গিয়ে স্পষ্ট ভাষায় পেগাসাস ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ