অস্বাভাবিকভাবে পেট্রোল ও ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ভারত বনধের ডাক দিল কংগ্রেস।
নিজস্ব প্রতিনিধি : অস্বাভাবিকভাবে পেট্রোল ও ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ভারত বনধের ডাক দিল কংগ্রেস। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেন অল ইন্ডিয়া কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা।
আজ রণদীপ সুরজেওয়ালা বলেন, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষ বিপাকে পড়েছে। তিনি জানান, ১১ লাখ কোটি টাকার জ্বালানি লুটের বিষয়টি মানুষের সামনে তুলে ধরতে ও রাজ্যগুলির থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে এই বনধ ডাকা হয়েছে।
Advertisement

রণদীপ সুরজেওয়ালা আরও বলেন, সাধারণ মানুষকে স্বস্তি দিতে পেট্রোপণ্যকে জিএসটি আওতায় আনার দাবি জানানো হচ্ছে। অন্য বিভিন্ন সংগঠনকেও বনধ সমর্থনের আবেদন করা হচ্ছে।