Featured Video Play Iconকলকাতা 

কলকাতা পৌরসভা এলাকায় করোনা ও ডেঙ্গুর প্রভাব বাড়ছে তবে মোকাবেলায় প্রস্তুত পুরসভা জানালেন অতীন ঘোষ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : কলকাতা পৌরসভা এলাকায় ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । আজ শুক্রবার এই তথ্য দিয়েছেন কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কো-অর্ডিনেটর অতীন ঘোষ। তিনি বলেন, স্যানিটাইজেশনের উপরে জোর দেওয়া হচ্ছে। যেসব ওয়ার্ডে করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে। সেফ হোম তৈরি করা হয়েছে মা এবং শিশুদের জন্য। চম্পামনি সেফ হোম করা হচ্ছে। অ্যাম্বুলেন্সে প্রস্তুত তৈরি করা হচ্ছে। সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রতিদিন যারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ২৪৬ জন আক্রান্ত হয়েছেন পুরসভা এলাকায়। ১১৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি সংখ্যা বাড়ছে। সেই বিষয়ে অতীন ঘোষ জানান যে গত চার দিন টেস্ট বন্ধ ছিল। কিন্তু আবার সেই সব টেস্ট চলছে। বর্ষা দুরবস্থায় হয়েছে।

Advertisement

আজকে মাত্র তিন টি ডেঙ্গু আক্রান্ত পাওয়া গেছে। নবনির্মান বিল্ডিংয়ের আসে পাশে পরিষ্কার করতে বলা হয়েছে। আগামী চার দিন তাদেরকে সময় দেওয়া হয়েছে। যদি তারা এই চার দিনের মধ্যে নিজেদের জায়গা পরিষ্কার না করলে তাদের কাজ বন্ধ করে দেওয়া হবে। কলকাতায় ৬০ লক্ষ মানুষের মধ্যে শুধু মাত্র ৪০০ মানুষ আক্রান্ত হয়েছে জানুয়ারি মাস থেকে।

গতকাল থেকে আক্রান্ত সংখ্যা থেকে সামান্য কম হলেও ২৪২ জন আক্রান্ত।প্রথম ডোজ দেওয়া আক্রান্ত হয়েছেন ১৫ জন। ২৪২ জনের আক্রান্তের মধ্যে ১৩৩ জন উপসর্গ হীন। দ্বিতীয় ডোজ নেওয়া আক্রান্ত সংখ্যা ১৫০ জন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ