বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

শিশুদের নিয়ে মজার আয়োজন ‘ডোডোর দুষ্টুমির পাঠশালা’

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নায়ীমুল হক : সম্প্রতি কলকাতা শহরের বিখ্যাত রাস্তা শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ব্যতিক্রম ধর্মী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শিশুদের জন্য এই আয়োজন ‘ডোডোর দুষ্টুমির পাঠশালায়’ অংশ নেয় মূলত শিশুরা। সমাজের সর্বস্তরের শিশুদের নিয়ে এই অনুষ্ঠান সকলের কাছেই খুব উপভোগ্য হয়ে ওঠে।

কলকাতার বুকে এ ধরণের অনুষ্ঠানে যারা খুব একটা অংশ নেয়ার সুযোগ পায় না, বিশেষ করে শহর ও মফস্বলের প্রান্তিক ছাত্র-ছাত্রীরা, বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু ও কিশোর কিশোরীরা, তারাই ছিল অনুষ্ঠানের পুরোভাগে। তারা পরিবেশন করে সুকুমার রায়ের গন্ধবিচার।

Advertisement

এছাড়াও রেডলাইট এলাকার কিশোর মতি ছেলে-মেয়েরা নাচে গানে ভরিয়ে দেয় এদিনের অনুষ্ঠান। সকলে মিলেমিশে একাকার হয়ে যায় এদিন। সিরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন এর অডিটোরিয়াম হল এদিন অবারিত দ্বার ছিল সকল ছেলে মেয়েদের জন্য। শিশুদের নিয়ে পুজোর মুখে এ ধরনের অনুষ্ঠানের আয়োজক সংস্থা ছিল ফুট স্টেপ ফেডারেশন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ