দেশ 

সমকাম মানুষের মৌলিক অধিকার , সমকাম যৌনতা আর অপরাধ নয় : সুপ্রিম কোর্ট

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : সমকাম যৌনতা আর অপরাধ নয়। সমকাম মানুষের মৌলিক অধিকার বলে এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। সুপ্রিম কোর্টের এদিনের রায়ে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারায় সমকামীদের মধ্যে যৌন সম্পর্ককে আর অপরাধ বলে গণ্য করা যাবে না।

যদিও, এই ধারায় পশুদের সঙ্গে মানুষের যৌন সম্পর্ককে অপরাধ বলেই গণ্য করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

আদালতের পর্যবেক্ষন একটা মানুষের শরীরের ভিতরে থাকা জেনেটিক ফর্মেশন কেমন হবে তা তার হাতে থাকে না। একটা মানুষের সমকামী হওয়াটা জিন ঘটিত ব্যাপার। সুতরাং, বাকি অন্যদের মতোই সমকামীদেরও স্বাভাবিক অধিকার রক্ষার স্বাধীনতা পাওয়া উচিত । এই ঐতিহাসিক রায়দানের পরই এলজিবিটি কমিউনিটির মধ্যে উৎসব শুরু হয়ে যায়। কলকাতা, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু সবখানেই এলজিবিটি কমিউনিটির সদস্যরা সেলিব্রেট করতে শুরু করেন। আনন্দে অনেকে কেঁদেও ফেলেন।

দীর্ঘদিন ধরেই ৩৭৭ নম্বর ধারাকে বাতিল করার দাবি তুলেছেন সমকামীরা। ১৭ জুলাই শীর্ষ আদালত ৩৭৭ নিয়ে তার চূড়ান্ত রায়দান স্থগিত রাখে। তখনই জানানো হয়েছিল যে এই নিয়ে সেপ্টম্বর চূড়ান্ত রায় দেওয়া হবে। ৩৭৭ নম্বর ধারায় বলা হয়েছে কেউ একই লিঙ্গের মধ্যে যদি যৌন সম্পর্ক স্থাপন করে তাহলে তা অপরাধ। ব্রিটিশ আমলে তৈরি এই আইনএর যৌক্তিকতা নিয়ে বহু বছর ধরে বিতর্ক তৈরি হয়। নরেন্দ্র মোদী সরকারও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার সুপ্রিম কোর্টের উপরে ছেড়ে দিয়েছিল। 

আজকে দেশের সর্বোচ্চ আদালতের এই রায়ের পর সমকাম আইনত সিদ্ধ হয়ে গেল সমকামিতাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত দিল আদালত


শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × three =