জেলা 

দার্জিলিং-এর  পড়ুয়াদের বর্ষাতি ও ব্যাগ দেবে সরকার ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : দার্জিলিং-এর  পড়ুয়াদের দেওয়া হবে বর্ষাতি ও ব্যাগ। বুধবার দার্জিলিং-এ এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শিক্ষাবর্ষ – এর আগে দার্জিলিং-এ গিয়ে তিনি ছাত্রছাত্রীদের হাতে তা তুলে দেবেন। এদিন মুখ্যমন্ত্রী দার্জিলিং-এর ম্যালে শিক্ষক দিবসের অনুষ্ঠানেও যোগ দেন। বুধবার দার্জিলিং-এ বড় অনুষ্ঠানটি ছিল সেখানকার জন্য বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস অনুষ্ঠান। মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ার জন্য কলকাতায় ফেরার তাড়া ছিল মুখ্যমন্ত্রীর। তাই সেই সরকারি অনুষ্ঠান বিকেল তিনটে থেকে এগিয়ে বেলা ১১ টায় শুরু করা হয়।

দার্জিলিং বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী জানান, কাঞ্চনজঙ্ঘা, তেনজিং নোরগে এবং ভানুভক্ত নামে তিন ক্যাম্পাস তৈরি করা হবে। সাংবাদিকতা, টুরিজম-সহ যে সব বিষয় পড়ানো হবে, তারও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী বলেন, সমতলে ছাত্রীদের সাইকেল দেওয়া হয়েছে। কিন্তু পাহাড়ে সাইকেল চালানোর জায়গা নেই। তাই ছাত্রছাত্রীদের বর্ষাতি ও ব্যাগ দেওয়া হবে বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, সংস্কৃতির বিকাশে ২০১৯-এ দার্জিলিং-এ এশিয় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হবে। এশিয়ার দেশগুলিকে সেখানে আমন্ত্রণ জানানো হবে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বনবস্তির বাসিন্দাদের পাট্টা বিলি করেন। দার্জিলিং-এর উন্নয়নে হোম টুরিজিমকেও গুরুত্ব দেওয়ার কথা বলেন। এজন্য রাজ্যের প্রকল্পের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মণের পরিবারের হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেন। স্বপ্নার ভাইকে সরকারি চাকরির আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen − twelve =