Featured Video Play Iconঅন্যান্য কলকাতা 

Congress & Aliah University Cricis: পশ্চিমবাংলায় ফের ঘুরে দাঁড়াবে কংগ্রেস, আলিয়ার পড়ুয়াদের দাবিগুলি ন্যায়সঙ্গত বাংলার জনরবকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বললেন প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ ইবাদুল ইসলাম : পশ্চিমবাংলা বিধানসভায় শূন্য হয়ে যাওয়া কংগ্রেস ফের রাজ্যে ঘুরে দাঁড়াবে তার সংকেত মিলেছে সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচনে। খানিকটা ফিনিক্স পাখির মত উদয় হয়েছে কংগ্রেস সদ্য সমাপ্ত তিন বিধানসভা কেন্দ্রের নির্বাচনে একটিমাত্র আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ছিল কংগ্রেস। সেখানে কংগ্রেস প্রায় ৪০ শতাংশ ভোট পেয়ে এই বাজারে নজীর সৃষ্টি করেছে। আর এ নিয়ে সন্তোষ ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী এবং প্রদেশ কংগ্রেসের সহসভাপতি আবদুস সাত্তার। তিনি ১০ ই অক্টোবর রবিবার সন্ধ্যা সাতটায় বাংলার জনরবকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই আশা ব্যক্ত করেছেন।

তিনি বলেছেন ২০২১ এর বিধানসভা নির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেসের প্রতি এই রাজ্যের মানুষ আশা ব্যক্ত করেছিল এই কারণেই যে বাংলায় বিজেপির আগ্রাসনকে রুখতে হবে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাধারণ মানুষ ভেবে নিয়েছিল বিজেপির বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেস একমাত্র ভরসা। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বিপুল জয় পেয়েছিল। কিন্তু আমাদের প্রত্যাশা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। সারাদেশের নিরিখে বিজেপির বিকল্প কংগ্রেস। স্বাভাবিকভাবে কংগ্রেস তার পুরনো জমি ফিরে পাবে বলে আমাদের বিশ্বাস। এই রাজ্যের সংখ্যালঘু সমাজ যেভাবে তৃণমূল কংগ্রেসের সমর্থন করেছে তারপর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে যেভাবে সংখ্যালঘুদের প্রতি ব্যবহার করা হয়েছে তার প্রভাব পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, একথা তো অস্বীকার করার জায়গা নেই বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের শেষ পাঁচ বছরের সংখ্যালঘু উন্নয়ন এবং মমতা সরকারের ১০ বছরে সংখ্যালঘু উন্নয়ন এর তুলনামূলক আলোচনা করলে কে বেশি সাফল্য দেখিয়েছে সেই বিচার সাধারণ মানুষই করতে পারবে। লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে তিনি বলেন, এই প্রকল্প একটি বিশেষ ধর্মের দেবীর নামে করা হয়েছে যদিও আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ। এরপরেও রয়েছে এই প্রকল্পের তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলারা পাবেন এক হাজার টাকা করে আর অন্যরা পাবে ৫০০ টাকা করে পাবে অন্যরা। সেক্ষেত্রে ওবিসি মহিলা যারা তাদেরকে কেন সংরক্ষণের তালিকায় রাখা হলো না তাদের সঙ্গে সাধারন পরিবারগুলোকে এক করে দেখার অর্থ কি? প্রশ্ন তুলেছেন আব্দুস সাত্তার।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তিনি বলেন, আমি সবটা না জানলেও যেটুকু জানতে পেরেছি সেটা একটা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভালো নয়। সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসা শিক্ষা দপ্তরকে এ বিষয়ে অগ্রণী ভূমিকা নিতে হবে। তবে মনে রাখতে হবে আলিয়া বিশ্ববিদ্যালয় এই রাজ্যের সংখ্যালঘু সমাজের ছেলেমেয়েদের কাছে আলোকবর্তিকা নিয়ে হাজির হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ে আজও Naac হয়নি কেন ? এই বার্তা খুব একটা ভালো বার্তা বলে আমাদের মনে হয়নি। কারণ ২০২২ এর মধ্যে আলিয়া বিশ্ববিদ্যালয়েরকে Naac করতে হবে। তা না হলে আগামী দিনে নানা সমস্যায় পড়তে হতে পারে। এক প্রশ্নের উত্তরে বলেন, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে যদি এ নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়ে থাকে তবে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

রাজ্যের প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী বলেন,  আলিয়ার পড়ুয়ারা যেসব দাবি নিয়ে আন্দোলন করছেন সেই দাবি গুলো অবশ্যই ন্যায়সঙ্গত দাবী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র-ছাত্রীদের দাবির প্রতি অত্যন্ত সহানুভূতিশীল বলে বারবার তিনি প্রমাণ করেছেন কিন্তু দুঃখের হলেও সত্য আলিয়া নিয়ে তিনি এখনও নীরব রয়েছেন। আলিয়ার পড়ুয়াদের দাবিকে সম্পুর্ন সমর্থন করে তিনি বলেন অবিলম্বে সরকারের উচিত এই দাবিগুলো মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়কে সচল করে দেওয়া। রাজ্যের প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী আব্দুস সাত্তার আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমির ইতিহাস বর্ণনা করে তিনি বলেন ,এই জমি নেওয়াটা যুক্তিসঙ্গত নয়। এই জমির দাবি করাটাও নিয়মবিরুদ্ধ। তিনি সরাসরি অভিযোগ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কিংবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের জমি খুব ভালো জমি রয়েছে কলকাতার ভালো ভালো জায়গায় তাহলে কি সরকার সেই জমিগুলো নিতে পারবে ? এই প্রশ্ন তুলে সরাসরি সরকারকে বিঁধলেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি আবদুস সাত্তার।

প্রায় ১ঘন্টা ১৫ মিনিট ধরে চলা এই সাক্ষাৎকার বাংলার জনরব এর ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচার করা হয়। আমাদের এই খবরের সঙ্গে সেই লিংকটা জুড়ে দেয়া হলো আগ্রহীরা দেখতে পারেন। একইসঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক তথ্য ওই সাক্ষাৎকারে জানতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ