বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

গান – গল্প কবিতায় জমজমাট বাংলার জনরবের ভার্চুয়াল সাহিত্য অনুষ্ঠান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদদাতা, বাংলার জনরব: নির্ধারিত সূচি অনুযায়ী গত ৯ অক্টোবর বাংলার জনরবের ভার্চুয়াল সাহিত্য অনুষ্ঠান মনোরঞ্জক হয়ে উঠেছিল দুই বাংলার জনপ্রিয় কবি সাহিত্যিকদের আন্তরিক অংশগ্রহনে। বাংলার জনরবের কর্ণধার সেখ ইবাদুল ইসলামের সঞ্চালনায় অংশগ্রহণকারি কুশিলবরা হলেন গল্পকার সেখ আব্দুল মান্নান, কবি ও বাচিক শিল্পী সাবিনা সৈয়দ, কবি আফ্রুজা খাতুন, বিশিষ্ট চিকিৎসক কবি তথা সংগীতশিল্পী আসাদ আলী। ইবাদুল ইসলামের প্রারম্ভিক ভাষণের পর আসাদ আলী তাঁর দরদী কন্ঠে একখানি স্বরচিত গান পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর সঞ্চালক তাঁর নিজস্ব মুন্সিয়ানায় গল্পকার এবং কবিদের কাছ থেকে তাঁদের উৎকৃষ্ট রচনা পরিবেশনে উদ্বুদ্ধ করেন। গল্প,গান, কবিতার ফাঁকে ফাঁকে তিনি প্রত্যেকের সাহিত্য চর্চার প্রেক্ষাপটটিও‌ সুন্দর ভাবে তুলে আনেন তাঁদেরই আন্তরিক কথামালায় ।

এদিন বাংলার জনরবের ভার্চুয়াল দর্শক শ্রোতাদের কাছে অবশ্যই উপরি পাওনা যেমন ছিল আসাদ আলীর গান তেমনই ছিল দুই বাংলার যশস্বী বাচিক শিল্পী সাবিনা সৈয়দের আবৃত্তি। যে রাঁধে, যে চুল বাঁধে, সে আবার কবিতা লেখাতেও পটু সেই  আফ্রুজা খাতুনের একগুচ্ছ কবিতা এদিন কাব্য রসিকদের মন ভরিয়েছে।সেখ আব্দুল মান্নান মূলতঃ গল্পকার, কিন্তু এদিন তিনি একটি ছোটগল্প পাঠের পাশাপাশি ‌চলমান করোনাকে নিয়ে লেখা একটি কবিতাও পাঠ করে শোনান।

Advertisement

অনুষ্ঠানের শেষ পর্বে সঞ্চালক ইবাদুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপনে অনুষ্ঠানে পরিবেশিত প্রত্যেকের গল্প,কবিতা,গান সম্পর্কে নিজস্ব মূল্যবান মতামত তুলে ধরেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ