কলকাতা 

জাতীয় পুষ্টি সপ্তাহ বাংলা জুড়ে পালিত হচ্ছে

শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : পয়লা সেপ্টেমবর থেকে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। চলবে ৭ই সেপ্টমবর পর্যন্ত। রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি হাসপাতাল গুলিতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিশেষ কর্মসূচী নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য ও পুষ্টি পর্ষদ বা ফুড অ্যান্ড নিউট্রিশান বোর্ডের পূর্বাঞ্চলীয় শাখার উদ্যোগে পুষ্টি সপ্তাহ শেষে এ রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে উত্তর ২৪ পরগণার বারাসাতে।
তার আগে এই জেলার হাসপাতাল গুলিতে গর্ভবতী মা ও শিশুদের পুষ্টির জন্য একাধিক ব্যবস্হা নেওয়া হয়েছে। বারাকপুর বিএনবসু হাসপাতালে গর্ভবতী মা ও শিশুদের সপ্তাহভোর দেওয়া হচ্ছে ভিটামিন ট্যাবলেট থেকে শুরু করে পুষ্টিকর নানান খাদ্যদ্রব্য। হাসপাতাল সুপার ডাক্তার সুদীপ্ত ভট্টাচার্য জানান, নিয়মিতভাবেই সেখানে গর্ভবতী মা ও শিশুদেরকে পর্যবেক্ষণে রাখা হয়। তারা ঠিকমতো পুষ্টিকর আহার পাচ্ছে কিনা বা ভিটামিন কিংবা আয়রন ট্যাবলেট সময়মতো খাচ্ছেন কিনা সে বিষয়ে নজর রাখা হয়।

শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 − ten =