কলকাতা 

সংখ্যালঘু দফতর কী আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিরোধী , ন্যাক নিয়ে আপত্তি কেন ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : ইউজিসির নিয়ম অনুসারে ২০২২ সালের মধ্যে সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে ন্যাক করাতে হবে । NAAC কী ? ন্যাক হল NATIONAL ASSESSMENT AND ACCREDITATION COUNCIL (NAAC) । যেকোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনার মান -পরিকাঠামো নিয়ে বিশ্লেষণ করার পর ন্যাক কর্তৃপক্ষ গ্রেড দিয়ে থাকে। সেই গ্রেডের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মূল্যায়ন হয় । তাই ন্যাক জরুরি শুধু নয় , আবশ্যিক । একই সঙ্গে ইউজিসির বরাদ্দ অর্থও পেয়ে থাকে । গবেষণা থেকে শুরু করে অন্যান্য সব ক্ষেত্রে কেন্দ্রীয় সাহায্য পাওয়া যায়।আলিয়া বিশ্ববিদ্যালয় সময়ের বিচারের ১৩ বছর হয়ে গেল । কেন এখনও ন্যাক হলো না ? এই বিষযে খোঁজ খবর নিতে গিয়ে জানা গেল প্রথমের দিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিল্ডিং না থাকার ফলে ন্যাকের আবেদন করা যায়নি ।

এরপর ২০১৬ সালে সব কিছু হওয়ার পর অন্যান্য ক্ষেত্রগুলির শর্তপূরণ করতে হয় । তারপর ন্যাকের জন্য কাগজ পত্র তৈরি করতে হয় । এই সমযের মধ্যে এসে যায় অতিমারি।ফলে কাজ অনেকটাই পিছিয়ে যায় । এবার অতিমারির প্রভাব কমার পরেই গত জুলাই মাসে রাজ্যের সংখ্যালঘু দফতরকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ন্যাক করার জন্য ৪০ লক্ষ টাকা চেয়ে আবেদন করে । কিন্ত সেই চিঠি দেওয়ার দুমাস পর দফতরের পক্ষ থেকে জানতে চাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ন্যাকে আবেদন করার মতো যোগ্যতা আছে কিনা ? এই ধরনের চিঠি সংখ্যালঘু দফতর থেকে কেন পাঠানো হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সংখ্যালঘু সমাজের মধ্যে । গতকাল পুবের কলম পত্রিকায় এই খবর ফলাও করে প্রকাশ হওয়ার পর রাজ্য জুড়ে চাঞ্চল্য পড়েছে ।

Advertisement

আলিয়া বিশ্ববিদ্যালয় ন্যাকের পক্ষে উপযুক্ত কিনা এই প্রশ্ন তুলে নিজেকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে দফতর । কারণ আলিয়া বিশ্ববিদ্যালয়কে উন্নতমানের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করার মৌলিক ও নৈতিক দায়িত্ব হলো সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের । আমার স্পষ্ট বলতে চাই, আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই মুহুর্তে যে পরিকাঠামো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন তাতে এখনই ন্যাক হলে খুব ভালো র‌্যাঙ্ক করবে । যারা ন্যাকের বিরোধিতা করছেন তাঁরা আসলে মুখ্যমন্ত্রীকে স্বপ্নকে ধুলিসাৎ করার চেষ্টা করছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই ।

শেষ প্রশ্ন সংখ্যালঘু দফতরের আধিকারিকদের বারাসতে অবস্থিত স্টেট ইউনিভার্সিটির পরিকাঠামো কী আলিয়ার চেয়েও ভাল ? সে যদি ন্যাক করাতে পারে তাহলে আলিয়া নয় কেন ?


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ