জেলা 

ইলামবাজারে ব্যাপক বোমাবাজি, আহত ২ (ফাইল চিত্র)

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল বীরভূম। শাসক তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম দুই তৃণমূল কর্মী।
রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে বীরভূমের ইলামবাজার এলাকায়। গ্রাম দখলকে কেন্দ্র করেই এই সংঘর্ষ বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
ঘটনায় এলাকায় প্রায় সারারাত ধরে বোমাবাজি হয়েছে বলে জানা গিয়েছে।
বীরভূম জেলায় রাজনৈতিক দলের গ্রাম দখলের লড়াই নতুন কিছু নয়। তবে একই দলের মধ্যে এই দখলের লড়াই খুব একটা দেখা যেতো না। এবার সেই ঘটনারই সাক্ষী থাকল ইলামবাজার।
স্থানীয় সূত্রে খবর, ইলামবাজারের পাইকুনি গ্রামের তৃণমূলের পার্টি অফিস দখল নিয়ে বিবাদ রয়েছে দুই গোষ্ঠীর মধ্যে। যার জেরেই শুরু হয় বোমাবাজি। পার্টি অফিসের পিছনে বসে থাকা দুই তৃণমূল কর্মী বোমার আঘাতে গুরুতর জখম হন।
খুব স্বাভাবিকভাবেই গভীর রাতে এলাকায় বোমাবাজির ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। সোমবার সকাল থেকে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিস বাহিনী। যদিও এখনও গ্রামের মধ্যে রয়েছে চাপা উত্তেজনা। এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিস।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × one =