অন্যান্য কলকাতা 

TMC Vs BJP : তিন কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল জয় , রাজ্য বিজেপি কী শেষের পথে ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ ইবাদুল ইসলাম : সদ্য সমাপ্ত তিন বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের বিপুল জয় এবার রাজ্য বিজেপির কাছে অশনী সংকেত বহন করে আনল । তবে একথা ঠিক ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভাল ভোট টেনেছে বিজেপি । মমতা বন্দ্যোপাধ্যায় ৭২ শতাংশ ভোট পেলেও, বিজেপি ২২ শতাংশ ভোট পেয়েছে । এটা স্বীকার করতেই হবে । মমতার ঝড়েও বিজেপির ২২ শতাংশ ভোট পাওয়াটা সবচেয়ে বড় বিষয় । কেন বিজেপির মতো দল ভাবনীপুরে ২২ শতাংশ ভোট পেল তা নিয়ে পর্যালোচনা করার প্রয়োজন আছে ।

শাসক দল হিসাবে তৃণমূল কংগ্রেসের এই সাফল্য নিঃসন্দেহে আগামী দিনে তাদেরকে উজ্জীবিত করবে । আসন্ন চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয় নিয়ে কোনো সংশয় থাকবে না । আবার এটাও ঠিক কলকাতা পুরসভা সহ শ’খানেক পুরসভার নির্বাচনেও তৃণমূল কংগ্রেস ভাল ফল করবে । তবে এই জয়কে সম্মান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূলের কঠিন সময়ের কর্মীদের কাউন্সিলার থেকে দলের বিভিন্ন পদে বসান তাহলে পরিস্থিতি অন্য হবেই । বিজেপি দল এই রাজ্যে সাইনবোর্ডে পরিণত হবে ।

Advertisement

কিন্ত তা না করে যদি বিজেপি থেকে আসা কর্মীরা তৃণমূলের নেতা হয়ে যান এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা দলের নেতা হন , কাউন্সিলার হন তাহলে হিতে বিপরীত হবে । এই সুযোগটা বিজেপি দল ও আরএসএস নেওয়ার চেষ্টা করবে । সেদিকেই পরিস্থিতি যাচ্ছে । মনে রাখতে হবে বিজেপি দল ও আরএসএস তাদের কাজ নিরবে করে যাচ্ছে । অতএব সাবধান হতে হবে । এত প্রচার সত্ত্বে ভাবনীপুরে বিজেপি ২২ শতাংশ ভোট পেয়েছে । যাঁরা ভাবছেন বিজেপি এই রাজ্যে খতম, তাঁরা ভুল করছেন , কারণ বিজেপি এক কদম এগিয়ে দু কদম পিছিয়ে যাওয়ার রাজনীতিতে বিশ্বাস করে।সুযোগ পেলে আবার মহীরুপে আত্মপ্রকাশ করবে বিজেপি।

তবে আশার কথা এই যে বিজেপির ভোট শতাংশ অনেকটাই কমেছে । এটা ধরে রাখতে হলে শাসক দল তৃণমূল কংগ্রেসকে অনেকটাই কৌশলী হতে হবে । তা না হলে আত্মতুষ্টি নিয়ে চললে সিপিএমের মতো পরিণতি হতে বেশিক্ষণ সময়  লাগবে না ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ