কলকাতা 

পরম্পরা ভাঙতে চান রাজ্যপাল! বিধায়কদের শপথ নিয়ে সংঘাতের পথে রাজ্যপাল-স্পীকার!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  তিন বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ফল বের হওয়ার আগে রাজভবনের এক বার্তাকে ঘিরে রাজ্যজুড়ে চাঞ্চল্য পড়েছে । স্বাধীনতার পর থেকে লোকসভার দায়িত্বে স্পীকার এবং বিধানসভার দায়িত্বেও স্পীকার থাকেন । যদিও সংবিধানের ১৮৮ নং ধারা অনুসারে লোকসভার ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং রাজ্যগুলির ক্ষেত্রে রাজ্যপাল স্পীকারকে দায়িত্ব দিয়ে থাকেন ।  বিধানসভা সূত্রে খবর, সম্প্রতি রাজভবন থেকে একটি বার্তা এসেছে বিধানসভার সচিবালয়ে। সেই বার্তায় বলা হয়েছে, এর পর থেকে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ করাবেন রাজ্যপাল। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সাংবিধানিক ভাবে লোকসভার ক্ষেত্রে সাংসদদের শপথগ্রহণ করানোর দায়িত্ব দেশের রাষ্ট্রপ্রতির। রাজ্য বিধানসভার ক্ষেত্রে সেই দায়িত্ব পান রাজ্যের রাজ্যপাল। কিন্তু প্রায় সব ক্ষেত্রেই সাংসদ বিধায়কদের শপথগ্রহণের দায়িত্ব রাষ্ট্রপতি বা রাজ্যপাল দিয়ে দেন তাঁর মনোনীত ব্যক্তিকে। লোকসভার ক্ষেত্রে সেই দায়িত্ব দেওয়া হয় স্পিকারকে। বিধানসভার ক্ষেত্রে রাজ্যপাল সেই দায়িত্ব দেন সংশ্লিষ্ট বিধানসভার স্পিকারকে। রাজভবন সূত্রে খবর, রাজ্যপালের দেওয়া সেই ক্ষমতা এ বার প্রত্যাহার করে নেওয়া হতে পারে।

রাজভবন থেকে বিধানসভায় পাঠানো বার্তায় জানানো হয়েছে, সংবিধানের ১৮৮ ধারা অনুযায়ী শপথগ্রহণ নিয়ে রাজ্যপাল এত দিন যে অধিকার স্পিকারকে দিয়েছিলেন, তা প্রত্যাহার করা হবে। ঘটনাচক্রে, বহু দিন ধরেই পশ্চিমবঙ্গের রাজ্যপালরা এই দায়িত্ব স্পিকারকে দিয়ে রেখেছিলেন। সেই অধিকার আইন বলে প্রত্যাহার করে নিতে পারেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।

Advertisement

রাজভবনের এই সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই রাজ্যপাল বনাম স্পীকার সংঘাত যে ঘটতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই । তবে সংবিধান মতে রাজ্যপাল নিজে বিধায়ক শপথ গ্রহণ করাতে চাইলে সেক্ষেত্রে স্পীকার কী করবেন তা বলা অসম্ভব । সংবিধান অনুসারে রাজ্যপাল যেকোনো সময় স্পীকারের কাছ থেকে এই ক্ষমতা কেড়ে নিতে পারেন । এখন দেখার রাজ্যপালের সেই পথে হাঁটেন কিনা !

আগামী কাল ভবানীপুর সহ তিন বিধানসভা কেন্দ্রের ভোটের ফল প্রকাশ হবে । ভবানীপুরের মুখ্যমন্ত্রীর জয় শুধূ সময়ের অপেক্ষা বলে দাবি তৃণমূলের । এই ফল বের হওয়ার পরেই রাজ্যপাল নবনির্বাচিত বিধায়কদের শপথ নিয়ে কী অবস্থান নেন সেটাই এখন দেখার । তথ্যসূত্র : ডিজিটাল আনন্দবাজার


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ