কলকাতা 

কুণালকে সিবিআইয়ের জেরা, সারদা সুবিধাভোগী কারা তাদের সম্পর্কে সিবিআইকে কী বলেছেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ?

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : সারদা মামলায় ফের জেরা করা হল কুণাল ঘোষকে। আজ প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। বেশ কিছু নথিপত্র চাওয়া হয়েছিল তাঁর কাছে। দুটি ফাইল নিয়ে দপ্তরে ঢুকতে দেখা গিয়েছিল তাঁকে। জিজ্ঞাসাবাদের পর দুপুর আড়াইটে নাগাদ সিবিআই দপ্তর থেকে বেরিয়ে যান তিনি। সারদার সঙ্গে প্রভাবশালীদের যোগ নিয়ে তিনি যে অভিযোগ করেছিলেন তার সত্যতা খুঁজতেই আজ জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।

কুণাল ঘোষ বলেন, “কী কী প্রশ্ন করা হয়েছে বা তদন্তের বিষয়ে কোনও মন্তব্য করব না। সিবিআই অফিস থেকে ডেকে পাঠানো হয়েছিল। আমার জামিনের শর্তের মধ্যেই রয়েছে যে যখনই তদন্তের স্বার্থে ডাকা হবে তখনই সহযোগিতা করতে হবে। আমি তো চিরকাল সহযোগিতা করে এসেছি। আজও আমার সাধ্যমতো সহযোগিতা করেছি।”

Advertisement

কুণালকে আজ দুটি ফাইল নিয়ে সিবিআই দপ্তরে ঢুকতে দেখা যায়। সূত্রের খবর, সারদা থেকে সুবিধে নিয়েছে এইরকম একাধিক প্রভাবশালী ব্যক্তির সম্পর্কে তথ্য ছিল ওই ফাইলে। এছাড়া, জামিন পাওয়ার আগে সিবিআইকে ৬০ পাতার একটি চিঠি দিয়েছিলেন কুণাল। তাতে সারদা মামলার সঙ্গে যুক্ত অনেকের নামও ছিল। সেই চিঠি নিয়েও আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।

সোমবার কুণাল ঘোষের সিবিআই দপ্তরে হাজিরা নিয়ে আবারও শোরগোল পড়ে গেছে । আসলে কুণাল ঘোষ দীর্ঘদিন ধরে সারদা থেকে যারা বেশি সুবিধা নিয়েছে তাদের কেন শাস্তি হয়নি বলে অভিযোগ করতেন । ওয়াকিবহাল মহল মনে করছেন, সিবিআই তাঁকে হয়তো সারদার সুবিধা ভোগীদের সম্পর্কেই জানতে চেয়েছে । তিনি কাদের কাদের নাম বলেছেন তা এখন জোর আলোচনার বিষয় হয়ে উঠেছে ।

 


শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × three =