কলকাতা 

চিকিৎসক নিগ্রহে অভিযুক্ত যাদবপুর থানার অফিসারকে বুধবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করবে চিকিৎসকরা

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : কর্তব্যরত চিকিৎসককে নিগ্রহ করার প্রতিবাদে এবং অবিলম্বে কলকাতা পুলিশের ওই আধিকারিককে গ্রেপ্তারের দাবিতে আজ মিছিল করলেন চিকিৎসকরা। সিএমআরআই থেকে আলিপুর থানা পর্যন্ত মিছিল করেন তাঁরা।

চিকিৎসক নিগ্রহের অভিযোগে কলকাতা পুলিশের একটি থানার অফিসার ইনচার্জকে গ্রেপ্তার করার জন্য বুধবার সকাল পর্যন্ত  কলকাতা পুলিশকে সময় দিয়েছেন চিকিৎসকরা। যদি এই সময়ের মধ্যে অফিসার ইনচার্জ পুলক দত্তকে গ্রেপ্তার না করা হয় তাহলে বুধবার  রাজ্যজুড়ে সব চিকিৎসকরা একঘণ্টা কর্মবিরতি করবেন । তবে ইমারজেন্সি ও অপারেশন বিভাগে কর্মবিরতি করা হবে না।

Advertisement

বুধবারের পরেও যদি অভিযুক্ত পুলিশ অফিসারকে  গ্রেপ্তার না করা হয় তা হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবে বলে চিকিৎসকরা হুঁসিয়ারি দিয়েছেন। কলকাতা পুলিশের একটি থানার দায়িত্বশীল অফিসার পুলক দত্তের বিরুদ্ধে কেন এখনও কেস রুজু করা হয়নি, কেন তাঁকে এখনও গ্রেপ্তার করা হয়নি এই প্রশ্নে আলিপুর থানার সামনের রাস্তা অবরোধ করেন চিকিৎসকরা।
উল্লেখ্য ২৯ অগাস্ট  সিএমআরআই এর চিকিৎসক শ্রীনিবাস রাও গেড্ডামকে চিকিৎসার গাফলতির অভিযোগে মারধর করেন যাদবপুর থানার ওসি পুলক দত্ত বলে অভিযোগ ওঠে। নিগৃহীত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করে।


শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × 5 =