দেশ 

Crime against woman: ধর্ষণের চেষ্টার দায়ে দোষীকে গ্রামের মহিলাদের কাপড় কাচতে হবে ছ’মাস নির্দেশ আদালতের,অভিনব এই রায় নিয়ে দেশজুড়ে চর্চা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অভিযোগ ছিল ধর্ষণের চেষ্টার , আর আদালত সাজা শোনালো নজীরবিহীন। জানা গেছে , বিহারের এক আদালত রায়ে বলেছে, ধর্ষণের চেষ্টায় দোষী ব্যক্তিকে গ্রামের সমস্ত মহিলাদের কাপড় কেচে দিতে হবে ছ’মাস । আবার সেই কাপড় ইস্ত্রীও করে দিতে হবে । এটাই তার একমাত্র সাজা । এই অভিনব রায় নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে চর্চা শুরু হয়ে গেছে ।

দোষী সাব্যস্ত হওয়া লালনকুমার সফি-র বয়স কুড়ি। তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছিলেন ঝাঁঝাপুর এলাকার একটি গ্রামের এক মহিলা। সেই অভিযোগে আদালতে মামলা হয়। সফি-র আইনজীবী বলেন, তাঁর মক্কেলের বয়স মাত্র ২০ বছর, সেই কারণেই তার ছাড় পাওয়া উচিত। পাশাপাশি, সামাজিক কাজ করে নিজেকে সমাজের মূল স্রোতে ফেরাতে চায় অপরাধী। সেই কথা শুনে আদালত ১০ হাজার টাকার দু’টি ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে। কিন্তু পাশাপাশি জানিয়ে দেয়, আগামী ছ’মাস নিত্য একটি দায়িত্ব পালন করতে হবে অপরাধীকে। তাকে গ্রামের মহিলাদের কাপড় কাচতে হবে, ইস্ত্রি করে আবার পৌঁছে দিতে হবে বাড়িতে। এর জন্য কোনও অর্থ নেওয়া চলবে না।

Advertisement

আদালতের এই আদেশ শুনে সকলেই অবাক হয়েছে। তবে এই আদালতের বিচারপতি অবিনাশ কুমার এর আগেও এমন অবাক করা রায় দিয়েছেন। তিনি এই বছরই অগস্ট মাসে এক শিক্ষককে লকডাউনে অবৈধ ভাবে স্কুল চালানোর সাজা দিয়েছিলেন। বলেছিলেন, গ্রামের সমস্ত পড়ুয়াদের বিনামূল্যে পড়াতে হবে।

বিহারে এক আদালতের এই রায় নিয়ে চর্চা শুরু হয়েছে । এই রায়ে আরও বলা হয়েছে ছ’মাস পরে এলাকার পঞ্চায়েত প্রধান এবং সরকারি আধিকারিক যদি সার্টিফিকেট দেন যে তিনি অক্ষরে অক্ষরে আদালতের নির্দেশ পালন করেছেন তাহলেই তাঁর মুক্তি মিলবে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ