কলকাতা 

Alia University Cricis : আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি অন্য প্রতিষ্ঠানে দেওয়ার প্রতিবাদে আগামীকাল বুধবার প্রতীকী অবস্থানে বসছেন পড়ুয়ারা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিককালে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানা অনিয়মের বিরুদ্ধে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তর তদন্ত কমিটি গঠন করে তদন্ত করছে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন হচ্ছে না বলে অভিযোগ। একইসঙ্গে বিদ্যুৎ বিল বাকি রয়েছে, টেলিফোন বিল বাকি রয়েছে, বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা যখন চূড়ান্ত পর্যায়ে ঠিক সেই সময়ে বিভিন্ন সংবাদপত্রে খবর বের হয়েছে যে পার্ক সার্কাসে অবস্থিত আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমির একটা অংশ হস্তান্তর করার জন্য অনুরোধ করা হয়েছে।

আবার অন্যদিকে কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নামে যে জমিটি আছে সেটা আসলে ওয়াকফ সম্পত্তি তাই নাকি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। কিন্তু ছাত্র-ছাত্রীদের অভিযোগ আলিয়া বিশ্ববিদ্যালয়ের হোস্টেল সমস্যা রয়েছে, ছাত্রীদের থাকার সমস্যা রয়েছে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের থাকার সমস্যা রয়েছে। এই সমস্যাগুলি মেটানোর জন্য পার্ক সার্কাসে অবস্থিত আলিয়া বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট জমিটি যথেষ্ট ছিল। কিন্তু সেই জমির একাংশ অন্য একটি প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য যেভাবে সরকারের একটি দপ্তর চাপ সৃষ্টি করে চলেছে তা মেনে নিতে পারছে না ছাত্রছাত্রীরা বলে অভিযোগ। উপরন্তু প্রশ্ন দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম অনুসারে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ থাকতে হবে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ কেড়ে নেয়া হলে তা ইউজিসির নিয়ম ভঙ্গ হবে নাতো? বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কি এটা মেনে নেবে? কিন্তু তবুও সংখ্যালঘু দপ্তরের একাংশ চাইছে বিশ্ববিদ্যালয়ের ওই জমির একটা অংশ অন্য প্রতিষ্ঠানকে দিয়ে দিতে। এরই প্রতিবাদে এবার রাস্তায় নামছে আলিয়ার ছাত্রছাত্রীরা।

Advertisement

আগামীকাল ২২শে সেপ্টেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান-বিক্ষোভে বসবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই প্রতীকী অবস্থান বিক্ষোভে যোগ দিতে পারেন রাজ্যের বিশিষ্ট সংখ্যালঘু নেতারা এবং আলিয়ার প্রাক্তন ছাত্র ছাত্রীরা।

আলিয়া বিশ্ববিদ্যালয় পশ্চিমবাংলার বাঙালি মুসলমান সমাজের কাছে আবেগ বলে পরিচিত । সেই আবেগকে আঘাত দিয়ে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর কোন পথে মমতা সরকারকে নিয়ে যেতে চাইছে তা বুঝে উঠতে পারছে না রাজ্যের ওয়াকিবহাল মহল। এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভাবমূর্তি যে সংখ্যালঘু সমাজে বেশ খানিকটা ধাক্কা খেয়েছে তা স্বীকার করে নিচ্ছে রাজনৈতিক মহল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ