আন্তর্জাতিক 

কানাডায় ফের ক্ষমতায় ফিরছেন জাস্টিন ট্রুডো, প্রাথমিক গণনাতেই ১৫৮ আসনে এগিয়ে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তৃতীয়বারের জন্য কানাডার প্রধানমন্ত্রী পদে ফের ফিরতে চলেছেন জাস্টিন ট্রুডো । তবে একক সংখ্যাগরিষ্ঠতা নাও মিলতে পারে । এখন পর্যন্ত যা খবর তা থেকে জানা যাচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে সামান্য দূরে থেমে যাবে জাস্টিন ট্রুডোর জয় যাত্রা । শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫৮টি আসনে এগিয়ে রয়েছে বা জিততে চলেছে জাস্টিনের দল লিবারেল পার্টি । সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৭০ টি আসনে জিততে হত।এমনিতে বিভিন্ন জনমত সমীক্ষা উঠে এসেছিল যে ক্ষমতায় ফিরতে চলেছেন ট্রুডো। নির্বাচনের ফল প্রকাশের প্রাথমিক ট্রেন্ডেও সেই আভাস মিলতে থাকে।

প্রাথমিকভাবে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছিল, কানাডার নির্বাচিত প্রতিনিধিদের কক্ষ তথা হাউন্স অফ কমন্সে (ভারতের লোকসভার মতো) ৩৩৮ টি আসনের মধ্যে ১৩৯ টিতে এগিয়ে আছে শাসক দল লিবারেল। এখনও ভোটগণনা অনেকটাই বাকি আছে। আপাতত ১৫৬ টি আসনে এগিয়ে আছে ট্রুডোর দল লিবারেল। ১২৩ টি আসনে কনজারভেটিস এগিয়ে আছে। এমনিতে হাউন্স অফ কমন্সে সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৭০ টি আসনের প্রয়োজন হয়।

Advertisement

২০১৫ সালে প্রথমবার কানাডার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন ট্রুডো। এবারও সেই কুর্সিতে বসার দিকে এগিয়ে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ৪৯ বছরের ছেলে। এবার কানাডার ফেডারেল ভোটের প্রচারে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু ছিল করোনাভাইরাসের টিকাকরণ। পুরোপুরি টিকাকরণ হয়ে যাওয়ার দৌড়ে আছে কানাডা। যা ট্রুডো সরকারের বড় কৃতিত্ব হিসেবে দেখা হচ্ছে। তবে একথা ঠিক জাস্টিন ট্রুডো অল্পদিনের মধ্যেই সমগ্র কানাডাতে জনপ্রিয় হয়ে উঠেছেন । এনিয়ে কোনো সন্দেহ নেই । এই জনপ্রিয়তাকে ধরেই পুনরায় ক্ষমতায় আসতে চলেছেন তিনি ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ