জেলা 

জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক মইনুল হক ২৩ সেপ্টেম্বর অভিষেক বন্দোপাধ্যায় এর হাত ধরে যোগ দিচ্ছেন তৃণমূলে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ফারাক্কার পাঁচবারের বিধায়ক ও জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক মইনুল হক কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বলে খবর পাওয়া গেছে। আগামী 23 শে সেপ্টেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের 2 বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে যাবেন বলে খবর পাওয়া গেছে সেই সময় এই প্রবীণ নেতা তৃণমূলে যোগ দেবেন বলে জানা গেছে। এর ফলে মুর্শিদাবাদ কংগ্রেসের আরো অবস্থা খারাপ হলো বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে আগামী লোকসভা নির্বাচনে মইনুল হক কে বহরমপুর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে। আরো জানা গেছে এই দুই কেন্দ্র বাদে মালদা কেন্দ্র থেকেও তাকে প্রার্থী করা হতে পারে বলে শোনা যাচ্ছে।

আগামী ৩০ তারিখ মুর্শিদাবাদের দুই কেন্দ্র – জঙ্গিপুর ও সামশেরগঞ্জে বিধানসভা ভোট। তার ঠিক একসপ্তাহ আগেই কংগ্রেস ছাড়ছেন মইনুল হক। সব ঠিক থাকলে তিনি ২৩ তারিখ জঙ্গিপুরের এমডিআই ময়দানে অভিষেকের হাত ধরে ঘাসফুল শিবিরে আনুষ্ঠানিকভাবে নাম লেখাবেন। সূত্রের খবর, তাঁর সঙ্গে জেলা কংগ্রেসের আরও বেশ কয়েকজন কর্মী, সমর্থক দলবদল করে তৃণমূলে আসবেন।

Advertisement

সূত্রের খবর, সোমবার রাতে জঙ্গিপুরে (Jangipur) তৃণমূলের প্রার্থী জাকির হোসেনের বাড়িতে একটি বৈঠক হয় জেলা নেতৃত্বের। ছিলেন সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি খলিলুর রহমান, সাংসদ আবু তাহের খান-সহ শীর্ষ নেতৃত্ব। সেখানেই মইনুল হককে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এ বিষয়ে খলিলুর রহমান বলেছেন, ”আগামী ২৩ তারিখ অভিষেক বন্দ্য়োপাধ্যায় এখানে প্রচারে আসছেন। তাঁর হাত ধরেই তৃণমূলে যোগ দেবেন ফরাক্কার প্রাক্তন কংগ্রেস বিধায়ক মইনুল হক। শুধু তিনি নন, তাঁর সঙ্গে ওইদিন আমাদের দলে যুক্ত হবেন আরও বেশ কয়েকজন কংগ্রেস কর্মী।” দলবদলের খবর স্বীকার করেছেন মইনুল হকও। তিনি এই মুহূর্তে ঝাড়খণ্ডের কংগ্রেস পর্যবেক্ষক।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ