দেশ 

পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চরণজিৎ সিং চান্নি, সোনিয়া গান্ধীর নয়া কৌশলে কী লাভবান হবে কংগ্রেস?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: পাঞ্জাবের (Punjab) নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চরণজিৎ সিং চান্নি। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ চণ্ডীগড়ে রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত। এর ফলে পাঞ্জাব সংকট অনেকটাই কেটে গেল বলে রাজনৈতিক মহল মনে করছে। জানা গেছে, এই প্রথম পাঞ্জাব একজন দলিত মুখ্যমন্ত্রী পেল। শুধু পাঞ্জাব নয় এই প্রথম উত্তর ভারতে দলিত মুখ্যমন্ত্রী দিতে পারলো কংগ্রেস। পাশাপাশি এদিন উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুখজিন্দর রানধাওয়া এবং ব্রাহম মহিন্দ্রা।

প্রত্যাশামতোই শপথবাক্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা ওয়ানাড়ের সাংসদ রাহুল গান্ধী এবং পাঞ্জাব কংগ্রেসের প্রেসিডেন্ট নভজ্যোত সিং সিধু। তবে ছিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। যা ফের প্রমাণ করল দলের সঙ্গে রীতিমতো দূরত্ব তৈরি হয়েছে তাঁর। এদিকে, টুইট করে পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

চরণজিৎ সিং চান্নি পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর পাঞ্জাব কংগ্রেসের সংকট অনেকটা কেটে গেল বলে মনে করা হচ্ছে। ক্যাপ্টেন অমরিন্দর সিং  কংগ্রেসের একমাত্র মুখ এটা থেকে কংগ্রেস দল অন্তত অন্যদিকে মুখ ঘোরাতে পেরেছে। এতদিন ধরে দেশের মধ্যে প্রচলিত ধারণা ছিল পাঞ্জাবে ক্যাপ্টেন অমরিন্দর সিং যা বলবেন যা করবেন সেটাই সেই রাজ্যে কংগ্রেসের শেষ কথা হবে। কিন্তু সোনিয়া গান্ধীর দূরদর্শী রাজনৈতিক  চালে শেষ পর্যন্ত অমরিন্দর সিং এর ঔদ্ধত্য ধূলায় মিশিয়ে গেল। দেখা গেল তিনি পদত্যাগ করার পাওয়ার কংগ্রেসের ৮২ জন বিধায়ক এর মধ্যে মাত্র দুজন তার পক্ষে বাকি ৮০ জন বিধায়ক সোনিয়া গান্ধীর পাশে দাঁড়ালেন। এ থেকে এটা স্পষ্ট হয়েছে যে সোনিয়া গান্ধী এখনো কংগ্রেসের শেষ কথা বলেন।

অন্যদিকে কংগ্রেস দল পাঞ্জাবের মতো রাজ্যের দলের নেতাকে দলিত নেতাকে মুখ্যমন্ত্রীর কুরসীতে বসিয়ে সমগ্র উত্তর ভারতে বার্তা দিল দলিতদের যদি কেউ গুরুত্ব দিয়ে থাকে বা দিতে পারে তা হলো একমাত্র কংগ্রেস দল। পাঞ্জাবের এই বার্তা যদি উত্তর ভারতের আসন্ন বিধানসভা ভোটে প্রভাব ফেলে তাহলে অবশ্যই বিজেপির কপালে চিন্তার ভাঁজ বাড়বে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ