দেশ 

পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন চরণ সিং চান্নি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন চরণ সিং চান্নি।

রবিবাসরীয় বিকেলে টুইটারে তাঁর নাম ঘোষণা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হরিশ রাওয়াত। গতকাল ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের (Captain Amarinder Singh) ইস্তফার পর থেকেই জল্পনা শুরু হয় রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন ?

Advertisement

মুখ্যমন্ত্রীর নাম ঠিক করতে শনিবার বিকেলেই বৈঠকে বসে কংগ্রেসের পরিষদীয় দল। সেখানে দলের ৮২ জনের মধ্যে ৮০ জন বিধায়কই উপস্থিত ছিলেন। শুধু ক্যাপ্টেন নিজে এবং তাঁর ঘনিষ্ঠ এক বিধায়ক হাজির হননি। কংগ্রেস পরিষদীয় দলের ওই বৈঠকেই নাকি সোনিয়া গান্ধীর উপর পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনের দায়িত্ব তুলে দেন দলের বিধায়করা। তারপরই তৎপর হয় হাইকম্যান্ড।

কংগ্রেস নেতা হরিশ রাওয়াত বলেছেন পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর নাম নাকি গতকালই ঠিক হয়ে গিয়েছিল। আজ রবিবার শুধুমাত্র সোনিয়া গান্ধী সেই নামে সীলমোহর দিয়েছেন মাত্র। কারণ পাঞ্জাবির সব বিধায়ক মিলে চরণ সিং চান্নিকে কংগ্রেসের পরিষদীয় দলের নেতা নির্বাচন করেন। তারপর তা অনুমোদনের জন্য কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে পাঠানো হয়েছিল। আর এ কাজটা করা হয়েছিল খুব গোপনে। তবে মুখ্যমন্ত্রীর শপথ নেয়ার পর পরবর্তীকালে মন্ত্রিসভার শপথ নেবে। জানা গেছে ভোট সমীকরণের দিকে লক্ষ্য রেখে দুইজনকে উপমুখ্যমন্ত্রী করা হবে। একইসঙ্গে দিন জানিয়ে দেয়া হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধুর নেতৃত্বেই আগামী বিধানসভা কংগ্রেস।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ